Tuesday, May 14, 2024
কলকাতা

১৯-র নির্বাচনে ১৫০ পেরোবে না বিজেপি: মমতা

কলকাতা: ২১ জুলাইয়ের ধর্মতলার মঞ্চে ভাষণ দেওয়ার সময় বিজেপি কতগুলি আসন পাবে সেটি অঙ্ক কষে বুঝিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদী ও অমিত শাহকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি ২০১৯-এর নির্বাচনে ১০০ থেকে ১৫০ আসনে লাভ করবে।

মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি শিবিরে ভাঙন ধরেছে। অনাস্থায় বিজেপিকে ভোট দেয়নি শরিকরা। আস্থা ভোটে ভোট পেয়েছে কার থেকে? ভোট দিয়েছে এআইএডিএমকে। জয়ললিতাজি থাকলে ভোট পেত না বিজেপি। আগামীদিনে তামিলনাড়ুতে স্ট্যালিন ভোট পাবে। এআইএডিএমকে ভোট পাবে না।

তৃণমূলনেত্রী আরও বলেন, উত্তরপ্রদেশে মায়াবতী-মুলায়ম এক হবে। মধ্যপ্রদেশেও ভোট পাবে না বিজেপি। রাজস্থান,বিহারেও ভোট পাবে না বিজেপি। ওড়িশা,পাঞ্জাব, বাংলাতেও বিজেপি হারবে। তাহলে কোন রাজ্যে ক্ষমতা থাকবে বিজেপির হাতে? কেন্দ্রে সংখ্যা থাকবে না বিজেপির।

তিনি বলেন, গতকাল আস্থা ভোটাভুটি ছিল লোকসভার ভিতরে। কিন্তু বাইরের পরীক্ষাটা একেবারেই আলাদা। সেখানে কোনওভাবেই কেন্দ্রের ক্ষমতা বিজেপির হাতে থাকবে না।