Monday, April 29, 2024
দেশ

জিএসটি মুক্ত হল স্যানিটারি ন্যাপকিন, কমতে চলেছে ৩৫টি সামগ্রীর দাম

নয়াদিল্লি: স্যানিটরি ন্যাপকিন জিএসটি মুক্ত হল। গত একবছর ধরে জিএসটির অন্তর্গত ১২ শতাংশ কর চাপিয়ে বিক্রি করা হচ্ছিল স্যানিটরি ন্যাপকিন। যার জেরে বিরোধীদের তোপের মুখে পড়তে হয় বিজেপি সরকারকে। বহু মহিলা সংগঠনও এ নিয়ে কেন্দ্র সরকারের নিন্দায় সরব হয়েছিল। অবশেষে জিএসটির আওতা থেকে বেরিয়ে আসতে চলেছে স্যানিটারি ন্যাপকিন। শনিবার জিএসটি কাউন্সিলের বৈঠকের পর একথা জানালেন মহারাষ্ট্রের অর্থমন্ত্রী সুধীর মুনগানতিওয়ার।

এছাড়াও কিছু নির্ধারিত জিনিসপত্রের উপর বলবৎ থাকা ২৮ শতাংশ কর কমানো হয়েছে। প্রায় ৩৫ রকমের জিনিসপত্রের ওপর থেকে জিএসটির হার কমানো হয়েছে।

জিএসটি কাউন্সিলের বৈঠকের পর অর্থমন্ত্রী পীযূষ গয়াল জানিয়েছেন, স্যানিটারি ন্যাপকিনকে জিএসটি মুক্ত করা হয়েছে। এছাড়া জুতো, ছোট টেলিভিশন, ওয়াটার হিটার, ইলেকট্রিক আয়রন মেশিন, রেফ্রিজারেটর, লিথিয়াম ইয়ন ব্যাটারি, হেয়ার ড্রায়ার, ভ্যাকুয়াম ক্লিনার, রান্নার বিভিন্ন সরঞ্জাম ও ইথানলের উপরেও নির্ধারিত করের হার কমানো হয়েছে। বিভিন্ন পাথরের ক্ষেত্রেও কর কমানো হয়েছে। জিএসটি কাউন্সিলের পরবর্তী বৈঠক ৪ অাগস্ট।

সূত্রের খবর, পেন্ট এবং বার্ণিশে ২৮শতাংশ থেকে জিএসটি কমিয়ে ১৮শতাংশ করা হয়েছে। ব্যাম্বু ফ্লোরিংয়ে জিএসটি কমিয়ে ১২শতাংশ করা হয়েছে। জুস, মিক্সার, ভ্যাকুয়াম ক্লিনারেও ১৮শতাংশ জিএসটি করা হয়েছে। ফ্রিজ, ওয়াশিং মেশিনসহ ১৭টিরও বেশি জিনিসের জিএসটি কমিয়ে করা হয়েছে ১৮শতাংশ। ইথেনালে জিএসটি১৮ থেকে কমে ৫শতাংশ করা হয়েছে।