Sunday, May 5, 2024
রাজ্য​

পশ্চিমবঙ্গ নিয়ে বিশেষ পরিকল্পনা বিজেপির, ৩টি লক্ষ্য নির্ধারণ করে দিলেন নাড্ডা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গ-সহ যেসব রাজ্যে বিজেপির সাংগঠনিক শক্তি দুর্বল এবং যেসব রাজ্যে নির্বাচন সমস্ত রাজ্যগুলিকে নিয়ে বিশেষ পরিকল্পনা বিজেপির। রবিবার এই সমস্ত রাজ্যের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বৈঠকে তিনটি লক্ষ্য নির্ধারণ করে দিলেন তিনি।

লক্ষ্য গুলি হল-

১. আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে দেশের ১০ হাজার ৪০০ ভোট কেন্দ্রে বুথ কমিটি গঠন করতে হবে দলকে।

২. ২০২২ সালের ৬ এপ্রিলের মধ্যে সমস্ত রাজ্যে পান্না প্রধান (ভোটার তালিকা ইনচার্জ) নিয়োগ করতে হবে।

৩. দেশের সমস্ত বুথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ রেডিও অনুষ্ঠানের সম্প্রচারের ব্যবস্থা করতে হবে। ২০২২ সালের মে মাসের মধ্যে এটা করতে হবে দলকে।

দলের সর্বভারতীয় সভাপতির পরিকল্পনা সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘গুজরাটে দল একটি পরীক্ষা চালিয়েছে, যেখানে বুথ কমিটি ছাড়াও পেজ কমিটিও গঠন করা হয়েছিল। সমস্ত বুথ কমিটি ২৫ ডিসেম্বরের মধ্যে প্রস্তুত হয়ে যাবে। বর্তমানে প্রায় ৮৫ শতাংশ কাজ হয়ে গিয়েছে। আমাদের সকল ভোটকেন্দ্রে পান্না প্রধান নিয়োগ করতে হবে।’

ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘২০১৪ সালে অমিত শাহের বেধে দেওয়া লক্ষ্যমাত্রার মধ্যে অনেকগুলি আমরা অর্জন করেছি আমরা। যেমন অসম, ত্রিপুরা এবং উত্তর-পূর্বের বিভিন্ন রাজ্য জয়। নাড্ডা অমিত শাহের সেই পরিকল্পনার পুনরাবৃত্তি করলেন।’