Saturday, May 18, 2024
দেশ

‘আমি গরিব হতে পারি, কিন্তু দুর্বল নই’, সিধুকে পাল্টা জবাব দিলেন চান্নি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পাঞ্জাব কংগ্রেসের প্রধান নভজ্যোত সিং সিধু (Navjot Singh Sidhu) মাদক পাচার ইস্যুতে রাজ্যের চান্নি সরকারকে নিশানা করেছিলেন। তার একদিন পরে মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি (Charanjit Singh Channi) শনিবার জানিয়েছেন, ‘আমি দরিদ্র হতে পারি, কিন্তু দুর্বল নই। বিষয়টির সমাধান হবে।’

শুক্রবার একটি সাংবাদিক সম্মেলনে সিধু গুরু গ্রন্থ সাহেবের অপবিত্রতা এবং মাদক পাচার নিয়ে চান্নি সরকারকে নিশানা করেন। এ বিষয়ে রাজ্য সরকার কি কি পদক্ষেপ নিয়েছে তা জানতে চান। শনিবার মুখ্যমন্ত্রী চান্নি বলেন, ‘দোষীদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার তদন্ত করছে পাঞ্জাব পুলিশের একটি বিশেষ তদন্ত দল (SIT)। তাদের তদন্ত দ্রুত এবং সঠিক পথে এগোচ্ছে।’

চরণজিৎ সিং চান্নি বলেন, ‘আমি দরিদ্র হতে পারি, কিন্তু আমি দুর্বল নই। সমস্ত সমস্যার সমাধান করা হবে। রাজ্যের যুবসমাজকে মাদকের দিকে ঠেলে দেওয়া অপরাধীদের কোনও মূল্যে ছাড় দেওয়া হবে না।’

২০১৭ সালে দুই শিষ্যকে ধর্ষণের জন্য দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে রাম রহিম বর্তমানে রোহতকের সুনারিয়া জেলে বন্দি রয়েছেন। ডেরা সাচ্চা সৌদা প্রধানের বিরুদ্ধে গুরু গ্রন্থ সাহেবের একটি সংস্করণ চুরির অভিযোগও ওঠে। বিষয়টি তুলে অপবিত্রতার প্রসঙ্গ তোলেন সিধু।

এ প্রসঙ্গে চরণজিৎ সিং চান্নি বলেন, ‘এটি আমার গুরুর পবিত্রতার প্রশ্ন, আমার ধর্মের প্রশ্ন, পাঞ্জাবের আত্মার প্রশ্ন। এর বিচার হবেই।’