Sunday, May 19, 2024
Latestদেশ

গত ২ বছরে ৭ রাজ্যে হারল বিজেপি

নয়াদিল্লি: তৃতীয়বারের জন্য দিল্লি বিধানসভা নির্বাচনে জিততে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে দিল্লির কুর্সি দখলের স্বপ্ন ফিকে হয়ে গেল বিজেপির।

একের পর এক রাজ্যে হারছে বিজেপি। যার ফলে মনে হচ্ছে, ২০১৪ সালের লোকসভা ভোটে দেশ জুড়ে আছড়ে পড়া ‘মোদী-ম্যাজিক’ বা ‘মোদী-হাওয়া’য় কি ভাটা পড়তে চলেছে। কেননা দেখা যাচ্ছে, গত ২ বছরে ৭ রাজ্যে হেরেছে বিজেপি।

কংগ্রেস নিজে অথবা অন্য দলের সঙ্গে জোট বেঁধে মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পাঞ্জাব এবং পুদুচেরিতে ক্ষমতায় রয়েছে। ডিসেম্বর ঝাড়খণ্ডে সরকার গঠনের পরে কংগ্রেসের বর্তমানে মোট ৭টি রাজ্যে সরকার রয়েছে। এদিকে আম আদমি পার্টি দিল্লিতে টানা তৃতীয়বারের জিততে চলেছে।

অন্যদিকে, পশ্চিমবঙ্গে ক্ষমতায় রয়েছে মমতার তৃণমূল কংগ্রেস, কেরলে সিপিআই (এম) নেতৃত্বাধীন জোট, অন্ধ্রপ্রদেশে ওয়াইএসআর কংগ্রেস, ওড়িশায় বিজেডি এবং তেলেঙ্গানায় শাসন ক্ষমতায় রয়েছে টিআরএস। তামিলনাড়ুতে বিজেপি এআইএডিএমকে-এর সঙ্গে লোকসভা নির্বাচনে লড়েছিল, কিন্তু সে রাজ্যে বিজেপির কোনও বিধায়ক নেই।

২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত অনেকটাই ভালো অবস্থানে ছিল এনডিএ। বিজেপি এবং তার জোটশক্তির হাতে ১৯ টি রাজ্য ছিল। তবে ২০১৮ সালে মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে ক্ষমতা হারায় বিজেপি। ২০১৮ সালের মার্চে অন্ধ্রপ্রদেশে বিজেপি-টিডিপি জোট ভেঙে যায়। ২০১৯ সালে বিধানসভা নির্বাচনে জিতে সে রাজ্যে সরকার গঠন করেছে ওয়াইএসআর কংগ্রেস। মহারাষ্ট্রে শিবসেনা, কংগ্রেস এবং এনসিপি জোট সরকার গঠন করেছে।