২৪ ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন ডোনাল্ড ট্রাম্প
নয়াদিল্লি: দু’দিনের ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। সোমবার সরকারিভাবে জানাল হোয়াইট হাউস। ২৪ ফেব্রুয়ারি সস্ত্রীক দু’দিনের ভারত সফরে আসবেন মার্কিন প্রেসিডেন্ট।
হোয়াইট হাউসের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি দিল্লি ও আহমদাবাদ সফরে যাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটের আহমদাবাদ এবং মহাত্মা গান্ধীর জীবনে ও ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বে এই শহরের বিশেষ অবদান রয়েছে।
President @realDonaldTrump & @FLOTUS will travel to India from February 24-25 to visit Prime Minister @narendramodi!
The trip will further strengthen the U.S.-India strategic partnership & highlight the strong & enduring bonds between the American & Indian people. ?? ??
— The White House (@WhiteHouse) February 10, 2020
মার্কিন প্রেসিডেন্টের এই সফরে প্রতিরক্ষা সহ বিভিন্ন বিষয় দু’দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। গত সপ্তাহের শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা হয়ে ট্রাম্পের। দু’জনেই তখন একমত হন যে ট্রাম্পের সফরে আরও সুদৃঢ় হবে ভারত-আমেরিকার সম্পর্ক। পাশাপাশি, দু’দেশের মানুষের মধ্যে বন্ধন আরও দৃঢ় করবে বলে আশাপ্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার ভারত সফরে আসছেন ডোনাল্ড ট্রাম্প। তবে তাজমহলের গুণমুগ্ধ ট্রাম্প তাঁর এই সফরে তাজমহলে যাবেন কি না, সে বিষয়ে বিবৃতিতে কিছুই উল্লেখ করেনি হোয়াইট হাউস।