Friday, May 17, 2024
দেশ

অনলাইন গেমিংয়ের উপর ২৮ শতাংশ GST ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: অনলাইন গেম প্রেমীদের জন্য দুঃসংবাদ। ১ অক্টোবর থেকে অনলাইন গেমগুলির উপর ২৮ শতাংশ কর আরোপ করা হবে। বুধবার এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

প্যানেল বৈঠকে অনলাইন গেমগুলিতে ধরা বাজির সম্পূর্ণ টাকার উপর ২৮ শতাংশ জিএসটি ধার্য করা হয়েছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, কর্ণাটক থেকে গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ অন্যান্য রাজ্যগুলি এই সিদ্ধান্ত কার্যকর করতে চায়।

অর্থমন্ত্রী জানান, দিল্লির অর্থমন্ত্রী অনলাইন গেমিংয়ের উপর GST ধার্যের বিরোধিতা করেছেন। এদিকে, গোয়া এবং সিকিম অনলাইন গেমগুলিতে ধরা বাজির সম্পূর্ণ টাকার উপর জিএসটি ধার্য করার পরিবর্তে জিজিআর (গ্রস গেমিং রেভিনিউ) এর উপর কর চেয়েছিল।

উল্লেখ্য, অনলাইন গেম খেলে সর্বস্ব হারানোর খবর প্রায়শই সামনে আসে। এই সিদ্ধান্তের ফলে সেটা কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।