Sunday, May 19, 2024
Latestরাজ্য​

অর্জুন সিংয়ের ‘দুর্গ’ ভাটপাড়া পুরসভার দখল নিল তৃণমূল

কলকাতা: খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক হুঁশিয়ারি দিয়েছিলেন, কালীপুজোর পরেই ভাটপাড়া দখল করব আমরা। মুকুল-অর্জুনকে বড় ধাক্কা দিয়ে ফের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ‘দুর্গ’ ভাটপাড়া পুরসভা নিজেদের দখলে নিল তৃণমূল কংগ্রেস। বুধবার দুপুরে তৃণমূল ভবনে গিয়ে বিজেপিতে যোগ দেওয়া ১২ জন তৃণমূল কাউন্সিলর ফের ঘরে ফিরলেন।

এদিন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, এই মুহূর্তে ৩৩ জনের পুরসভায় ১৭ জন আমাদের কাউন্সিলর। অর্থাৎ ভাটপাড়া পুরসভা ফের তৃণমূলের দখলে। পুরমন্ত্রী দাবি করেন, ওদের ভয় দেখিয়ে বিজেপিতে নিয়ে যাওয়া হয়েছিল। গুন্ডামি করে, ভয় দেখিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। ওদের মনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা রয়েছে। বিজেপি সেটা মুছবে কিভাবে।

যদিও অর্জুন সিংয়ের দাবি, আমিও শুনেছি ১২ জন তৃণমূলে যোগ দিচ্ছেন। তবে কে কে যাচ্ছেন জানি না। তবে ভাটপাড়া পুরসভা আমাদের হাতেই থাকছে।

প্রসঙ্গত, ২০১৯ লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির উত্থানের পর মুকুল রায়ের হাত ধরে নৈহাটি, হালিশহর, কাঁচরাপাড়া, ভাটপাড়ার মতো একের পর এক পুরসভা দখল করে গেরুয়া শিবির। তবে ফের পুরসভা দখল করতে উঠেপড়ে লাগে মমতা ব্রিগেড। মুকুল রায়কে রীতিমতো টেক্কা দিয়ে কাঁচরাপাড়া, বনগাঁ, হালিশহর, নৈহাটির মতো পুরসভা পুনরুদ্ধার করে তৃণমূল।