Monday, May 6, 2024
Latestদেশ

মহারাষ্ট্রে সরকার গঠন করছে বিজেপি-শিবসেনা জোটই, পিছিয়ে এলেন শরদ পওয়ার

মুম্বাই: বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের ১২ দিন পরও সরকার গঠন করা হয়নি। বিজেপি-শিবসেনার মধ্যে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে বিবাদ চরম আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে এনসিপি প্রধান শরদ পওয়ার সাফ জানিয়ে দিলেন, শিবসেনার হাত ধরে মহারাষ্ট্রে সরকার নয়। এনসিপিকে নিয়ে মহারাষ্ট্রে সরকার গঠনের জল্পনায় জল ঢেলে তিনি বলেন, উদ্ধব ঠাকরের দল শিবসেনা-বিজেপি জোট ২৫ বছরের, কী করে আলাদা হবে ওঁরা?

এনসিপি প্রধান জানালেন, মহারাষ্ট্রে সরকার গঠনে এনসিপির কোনও ভূমিকা থাকবে না। তাঁর কথায়, এনসিপি ও কংগ্রেসের হাতে প্রয়োজনীয় সংখ্যা নেই। তাই বিরোধী আসনেই আমাদের বিধায়করা বসবেন।


সঞ্জয় রাউতের সঙ্গে তাঁর বৈঠকের পর জল্পনা জল্পনা কয়েকগুণ বেড়ে যায়, প্রায় এক সপ্তাহের মাথায় তা নাকচ করলেন এনসিপি প্রধান। পওয়ার বলেন, রাজ্য বিধানসভা নির্বাচনে জনসাধারণ বিজেপি-শিবসেনা জোটের সরকার গঠনের পক্ষেই রায় দিয়েছেন। দু’দলকেই দ্রুত সরকার গঠন প্রক্রিয়া শেষ করে মহারাষ্ট্রে ‘সাংবিধানিক সঙ্কট’ এড়ানোর আহ্বান জানান তিনি।

শরদ পাওয়ার বলেন, মহারাষ্ট্রবাসী আমাদের বিরোধী আসনে বসার দায়িত্ব দিয়েছে। প্রয়োজনীয় সংখ্যা না থাকায় আমরা সেখানেই বসে নিজেদের দায়িত্ব পালন করব। সরকার গঠনে আমাদের কোনও ভূমিকা নেই।