Saturday, June 21, 2025
Latestদেশ

অযোধ্যা মামলার রায় ঘোষণার আগে উল্টোপাল্টা মন্তব্য করবেন না, নির্দেশ মোদীর

অযোধ্যা: আগামী ১৭ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ অবসর নিচ্ছেন। তার আগেই অযোধ্যা মামলায় রায় ঘোষণা করতে পারে সর্বোচ্চ আদালত। রায় ঘোষণার আগে সতর্ক প্রশাসন। এই বিষয়ে আলটপকা মন্তব্য না করার জন্য মন্ত্রীদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে দেশের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার ব্যাপারেও জোর দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী দলীয় মন্ত্রীদের সঙ্গে অযোধ্যা মামলার বিষয়টি নিয়ে আলোচনা করার পাশাপাশি সকলকে এই বিষয়ে আলটপকা মন্তব্য করা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন। দেশের সম্প্রীতি বজায় রাখতেই এই নমো এই নির্দেশ দিয়েছেন বলে খবর। মন্ত্রিপরিষদের এক বৈঠকে প্রধানমন্ত্রী দেশে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেই এই নির্দেশ দেন।

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) কয়েক দিন আগেই শান্তি বজায় রাখার আর্জি জানিয়েছে। আরএসএসের  শীর্ষ নেতারা  ‘প্রচারকদের’ বৈঠকে রাম মন্দিরের রায় যদি তাদের পক্ষেও যায় তবুও কোনও বিশেষ উদযাপন বা মিছিল না করার নির্দেশ দিয়েছে।

এছাড়া অপ্রীতিকর ঘটনা রুখতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রশাসনের তরফে গত অক্টোবরের মাঝামাঝি থেকে অযোধ্যায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত অযোধ্যায় ১৪৪ ধারা জারি থাকবে। স্পর্শকাতর এলাকাগুলিতে পুলিশ মোতায়েন করা হয়েছে।