মমতার আঁকা ছবি নিজেদের হেফাজতে নিচ্ছে সিবিআই
কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা এক একটা ছবি বিক্রি হয়েছিল কোটি টাকায়। সারদা, রোজভ্যালির মতো একের পর এক চিটফাণ্ড কেলেঙ্কারির পর মুখ্যমন্ত্রীর সেই ছবি নিয়ে বিতর্ক কম হয়নি। তবে এবার মুখ্যমন্ত্রীর কাছ থেকে যাঁরা ছবি কিনেছিলেন, তাঁদের কাছ থেকে সেই ছবি নিজেদের হেফাজতে নিচ্ছে কেন্দ্রীয় এই গোয়েন্দা সংস্থা (সিবিআই)।
এর আগে ব্যবসায়ী শিবাজি পাঁজার কাছ থেকে ১০ টি ছবি নিজেদের হেফাজতে নিয়েছিল সিবিআই। এবার রোজ ভ্যালির অফিস থেকে ছবি নিয়ে এল তাঁরা। চলতি সপ্তাহে সল্টলেকে রোজ ভ্যালির দফতর থেকে ৭টি ছবি নিয়েছে সিবিআই। কেন্দ্রীয় এই গোয়েন্দা সংস্থার দাবি, সারদা-রোজ ভ্যালি তদন্তের অঙ্গ হিসেবেই ওই সব ছবি তাঁরা জোগাড় করছেন। পরে প্রয়োজনে ওই ছবিগুলি আদালতেও পেশ করা হতে পারে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।
তদন্তকারীদের দাবি, বাজারে ছবিগুলি যাচাই করে তার মূল্যায়ন করা হবে। পাশাপাশি যে টাকা দিয়ে ছবি কেনা হয়েছে, সেই টাকার উৎস সন্ধানও করা হবে। সিবিআই সূত্রের খবর, যে টাকা দিয়ে বেআইনি অর্থলগ্নি সংস্থার তরফ থেকে ওই সব ছবি কেনা হয়েছিল, তার টাকা বাজার থেকে মানুষকে ভুল বুঝিয়ে তোলা হয়েছিল। তদন্ত মূলত সেই কারণেই।
উল্লেখ্য, ২০১১ এবং ২০১২ সালে পর পর দু’বছর মুখ্যমন্ত্রীর আঁকার ছবির প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। প্রথমটি ক্যামাক স্ট্রিটের একটি স্টুডিয়োয়। দ্বিতীয়টি টাউন হলে। প্রথমটির দায়িত্বে ছিলেন তৎকালীন এক সাংসদ। ২০১১ সালের প্রদর্শনী থেকে শিবাজি ৫০ লাখ টাকা দিয়ে বেশ কয়েকটি ছবি কেনেন। যার মধ্যে ১০টি ছবি চেয়ে পাঠায় সিবিআই। দ্বিতীয়বার শিবাজি পাঁজা নিজে আয়োজন করেন প্রদর্শনী। সেখান থেকে রোজভ্যালি ও অন্যান্য শিল্পপতিরা বহু টাকায় কিনেছিলেন মুখ্যমন্ত্রীর আঁকা প্রায় ২৫০টি ছবি। সেই সমস্ত ছবি গুলিই এবার নিজেদের হেফাজতে নিচ্ছে সিবিআই।