Wednesday, September 11, 2024
বিনোদন

হিন্দুত্ববাদীদের প্রবল চাপের মুখে আদিপুরুষে ‘ঠিক’ করা হলো হনুমানের মুখের ভাষা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আদিপুরুষ সিনেমায় ভগবান হনুমানের মুখের ভাষা শুনে বেজায় ক্ষুব্ধ হয়েছিল হিন্দুত্ববাদীরা। হাইকোর্টে দায়ের করা হয়েছিল জনস্বার্থ মামলা। প্রবল চাপের মুখে এবার হনুমানের সংলাপে বদল নিয়ে আসা হচ্ছে।

প্রযোজনা সংস্থা বিবৃতিতে জানিয়েছে, কিছু অংশ নতুন করে ডাব করা হবে। জানা গেছে, স্টুডিওতে ইতিমধ্যেই ডাবিংয়ের কাজ শুরু হয়ে গেছে। ১৮ তারিখেই নতুন করে সংলাপ লেখা হয়েছে। নতুন সংলাপ দর্শকদের ভালো লাগবে বলে আশা করছেন সিনেমার নির্মাতারা।

সিনেমায় হনুমানকে বলতে শোনা যায়, ‘কাপড় তোর বাবার, তেল তোর বাবার, আগুন তোর বাবার, জ্বলবেও তোর বাবার।’ যা শুনে চক্ষু চড়কগাছ হয় হিন্দুত্ববাদীদের। হনুমানকে ভগবান হিসেবে পুজো করা হয়। তাঁর মুখে এহেন নিম্নমানের সংলাপ শুনে ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। এই সিনেমা নিষিদ্ধের দাবি উঠেছিল।

উল্লেখ্য, গত ১৬ জুন মুক্তি পেয়েছে আদিপুরুষ। তিন দিনে সিনেমাটির বক্স অফিস কালেকশনে ৩০০ কোটি!