‘বাবরি মসজিদ ধ্বংসের কারিগর’ কল্যাণ সিংয়ের মৃত্যুদিনে দেশজুড়ে ‘হিন্দু গৌরব দিবস’ পালন করছে বিজেপি
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২০২১ সালের ২১ আগস্ট প্রয়াত হয়েছিলেন বিজেপি নেতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং। তাঁর মৃত্যু বার্ষিকীতে দেশজুড়ে ‘হিন্দু গৌরব দিবস’ হিসেবে পালন করতে চলেছে বিজেপি।
বিরোধীদের অভিযোগ, বাবরি মসজিদ ধ্বংসের জন্য অন্যতম কল্যাণ সিং। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বারবি মসজিদ ভাঙার সময় তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন কল্যাণ সিং। তিনি এ সময় হাত গুটিয়ে বসে ছিলেন তিনি। যার ফলে প্রশাসন নীরব দর্শকের ভূমিকা নিয়েছিল। এবার সেই কল্যাণ সিংকে ‘হিন্দু আইকন’ হিসেবে তুলে ধরতে চাইছে গেরুয়া শিবির।
২০২১ সালে কল্যাণ সিংয়ের শেষকৃত্যে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। জানা গেছে, সোমবার কল্যাণ সিংয়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বাণিজ্যমন্ত্রী পীযুষ গয়াল, বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রমুখ। জানা গেছে, ওই দিন কল্যাণ সিংয়ের গ্রামের বাড়ি আট্রাউলিতে ৫০ হাজার মানুষের সমাবেশের আয়োজন করেছে বিজেপি।
এছাড়া উত্তরপ্রদেশ সরকার স্কুলের পাঠ্য বইয়ে কল্যাণ সিংয়ের (kalyan singh) জীবনী অন্তর্ভুক্ত করতে চলেছে। পাশাপাশি, আলিগড়ের রামঘাট রাস্তার নাম পরিবর্তন করে রামঘাট-কল্যাণ মার্গ করারও প্রস্তাব তুলেছে বিজেপি। এটিকে চার লেনের রাস্তা হিসেবে গড়ে তোলার জন্য ৫১৭ কোটি টাকার প্রস্তাব পেশ হয়েছে।