Wednesday, October 9, 2024
আন্তর্জাতিক

চাঁদের মাটিতে ভেঙে পড়ল রাশিয়ার চন্দ্রযান লুনা-২৫

কলকাতা ট্রিবিউন ডেস্ক: একটুর জন্য স্বপ্নপূরণ হল না রাশিয়ার। চাঁদের মাটিতে ভেঙে পড়ল রাশিয়ার চন্দ্রযান লুনা-২৫। চাঁদের মাটিতে সফল অবতরণে ব্যর্থ হলো লুনা-২৫।

রাশিয়ার মহাকাশ সংস্থা রসকোমোস জানিয়েছে, চাঁদের কাছে গিয়ে নিয়ন্ত্রণহীন হয়ে যায় লুনা-২৫। চাঁদের মাটিতে আছড়ে পড়ে এটি। 

রসকোমোস জানিয়েছে, শনিবার বিকাল ২ টো ৫৭ মিনিটে (ভারতীয় সময় বিকাল ৫ টা ২৭ মিনিট) লুনা ২৫ এর সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাদের। 

উল্লেখ্য, গত ৪৭ বছরে এটাই রাশিয়ার প্রথম চন্দ্রাভিযান ছিল। ভারতের চন্দ্রযান ৩ এর আগে চাঁদের মাটিতে লুনা-২৫ অবতরণের কথা ছিল, তা সফল হল না। 

এদিকে, বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের সম্ভাবনা নিয়ে এগিয়ে চলেছে চন্দ্রযান-৩। ইসরো জানিয়েছে, ২৩ আগস্ট সন্ধ্যা পৌনে ৬ টা নাগাদ চাঁদের মাটিতে অবতরণ করবে ল্যান্ডার বিক্রম।