Tuesday, April 30, 2024
Latestরাজ্য​

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য আলাদা হোস্টেল, লগ বই, সিসিটিভি ক্যামেরা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনায় উত্তাল গোটা বাংলা। অভিযোগ উঠেছে ভয়ঙ্কর র‍্যাগিংয়ের জেরেই মৃত্যু হয়েছে ওই ছাত্রের। এরপরেই থেকেই একের পর এক পড়ুয়া তাদের সঙ্গে ঘটে যাওয়া র‍্যাগিং সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিচ্ছেন। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছে। এবার জুনিয়রদের উপর র‍্যাগিং রুখতে প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য আলাদা হোস্টেলের ব্যবস্থা করলো বর্ধমান বিশ্ববিদ্যালয়।

বর্ধমান বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘ক্যাম্পাসকে র‍্যাগিং মুক্ত রাখতে নতুন শিক্ষাবর্ষে ভর্তি প্রথম বছরের পড়ুয়াদের আলাদা হোস্টেলে রাখা হবে। বহিরাগতদের চিহ্নিত করে হোস্টেলের প্রতিটি ঘরে লাগানো হবে আলাদা আলাদা নম্বর। যার নামে যে ঘর বরাদ্দ হবে, তাদের আলাদা তালিকা করা হবে। সেই তালিকা থাকবে হোস্টেল সুপার-সহ নিরাপত্তরক্ষীদের কাছে। সেই অনুযায়ীই হোস্টেলে পড়ুয়াদের ভিতরে ঢুকতে দেওয়া হবে।

পাশাপাশি, ক্যাম্পাস জুড়ে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। এছাড়া হোস্টেলের লগ বই ব্যবহার করা হবে। পড়ুয়াদের ঢোকা ও বেরনোর হিসেব রাখা হবে।