Thursday, April 25, 2024
রাজ্য​

পুরসভার বিভিন্ন পদে চাকরি বিক্রি করে অন্তত ৫০ কোটি তুলেছেন কুন্তল ঘনিষ্ঠ অয়ন শীল

কলকাতা ট্রিবিউন ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলকে গ্রেফতার করেছে। অয়ন শীলের অফিস থেকে ইতিমধ্যেই প্রায় ৪০০টি OMR শিট উদ্ধার করছে ইডি। এছাড়া চাকরি প্রার্থীদের অ্যাডমিট কার্ড সহ বিভিন্ন নথি উদ্ধার করেছে ইডি।

তবে শুধু স্কুলের চাকরি নয়, ইডির অভিযোগ, পুরসভার বিভিন্ন পদে চাকরি বিক্রি করেছেন অয়ন শীল। ইডির দাবি, রাজ্যের ৬০টি পুরসভায় ৫,০০০ চাকরি অবৈধভাবে টাকা নিয়ে পাঠিয়ে দিয়েছেন প্রোমোটার অয়ন। পুরসভার গ্রুপ সি শুধু নয়, মজদুর থেকে টাইপিস্ট পদেও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ।

দুর্নীতি হওয়া এইসব পুরসভার মধ্যে উল্লেখযোগ্য, কামারহাটি পুরসভা, হালিশর পুরসভা, পানিহাটি, উত্তর ও দক্ষিণ দমদম পুরসভা। এছাড়াও দমকলের নিয়োগ দুর্নীতিতেও জড়িত রয়েছেন অয়ন বলে অভিযোগ। ইডি জানিয়েছে, দুর্নীতি করে বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হয়েছেন অয়ন।