বিহারে সাংবাদিককে গুলি করে খুন
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিহারে সাংবাদিককে গুলি করে খুন। শুক্রবার সকালে বিহারের আরারিয়া জেলার এক সাংবাদিককে তাঁর বাড়িতে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা গুলি করে হত্যা করেছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সাংবাদিক খুনের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।
৩৫ বছর বয়সী বিমলকুমার যাদব দৈনিক জাগরণ পত্রিকার স্থানীয় সাংবাদিক ছিলেন। এদিন ভোর সাড়ে ৫ টার সময় বন্দুকধারীরা তাঁর বাড়ির দরজায় ধাক্কা দেয় এবং নাম ধরে ডাকতে থাকে। দরজা খুললে গুলিতে ঝাঁঝরা করে দেয়।
জানা গেছে, ২ বছর আগে একইভাবে খুন করা হয়েছিল বিমলকুমার যাদবের ভাইকে। তিনি ছিলেন পঞ্চায়েত প্রধান। ভাইয়ের খুনের মামলায় বিমলকুমার যাদব প্রধান সাক্ষী ছিলেন। মনে করা হচ্ছে, প্রমাণ লোপাট করতেই এই খুন করা হতে পারে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।