ভারতে দ্রুত শিকড় ছড়াচ্ছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের স্লিপার সেল, মহারাষ্ট্র থেকে গ্রেফতার ১০ জঙ্গি
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতে দ্রুত ছড়িয়ে পড়ছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। এবার মহারাষ্ট্রের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ১০ জনকে। জাতীয় তদন্তকারী সংস্থা NIA দাবি করেছে, তৈরি হচ্ছিল স্লিপার সেলও। হামলা করার সমস্ত পরিকল্পনা করা হয়ে গিয়েছিল পুণে এবং মুম্বাইয়ে।
পুণে, মুম্বাই, থানে, রত্নগিরি ও গোদিয়ায় তল্লাশি চালিয়ে সন্দেহভাজনদের গ্রেফতার করা হয়েছে। শুক্রবার এনআইএ ধৃতদের আদালতে পেশ করে। আদালতে এনআই জানিয়েছে, অভিযুক্তরা বোমা তৈরির প্রশিক্ষণ নিতে পুণে গিয়েছিল।
উল্লেখ্য, গোয়েন্দা মহলে জম্মু-কাশ্মীর ও পশ্চিমবঙ্গ জেহাদি ইসলামিক স্টেটের ‘ট্রানজিট রুট’ হিসেবে পরিচিতি লাভ করেছে। সূত্রের খবর, কাশ্মীরে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তইবার মতো জঙ্গি সংগঠনগুলির জায়গা নিতে চাইছে আইএস।
এদিকে, বাংলাদেশ থেকে জামাত-উল-মুজাহিদিনের হাত ধরে পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে ইসলামিক স্টেট। বিশ্লেষকরা বলছেন, ইসলামিক স্টেট শুধুমাত্র একটি দল নয়। এটি একটি মতাদর্শ। এদের উদ্দেশ্য গোটা বিশ্বে শরীয়ত আইন কার্যকর করে ‘খিলাফত’ প্রতিষ্ঠা করা। এর জন্য ভারতে দ্রুত শিকড় ছড়াচ্ছে জঙ্গি সংগঠনটি।