পড়ুয়াদের শিক্ষিতকে ভোট দেওয়ার অনুরোধ করায় শিক্ষককে বরখাস্ত করলো Unacademy
কলকাতা ট্রিবিউন ডেস্ক: শিক্ষার্থীদের উদ্দেশ্যে আসন্ন নির্বাচনে শিক্ষিত প্রার্থীকে ভোট দেওয়ার কথা বলেছিলেন শিক্ষক করণ সাংওয়ান। এটাই তার অপরাধ। এই কারণে করণ সাংওয়ানকে বরখাস্ত করলো Unacademy। এই ঘটনায় নেটিজেনদের একাংশ ক্ষোভ উগরে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় #UninstallUnacademy হ্যাশট্যাগ ব্যবহার করে ক্ষোভ উগরে দিয়েছেন তারা।
সোশ্যাল মিডিয়ায় ওই শিক্ষকের দেওয়া বার্তা ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ‘অশিক্ষিত রাজনীতিবিদদের ভোট না দেওয়ার জন্য অনুরোধ করেন ওই শিক্ষক।
ভিডিওতে ওই শিক্ষক বলেন, “পরেরবার ভোট দেওয়ার সময় মনে রাখবেন, একজন শিক্ষিত ব্যক্তি নির্বাচন করতে হবে আপনাদের। যাতে বর্তমান পরিস্থিতির থেকে রেহাই পাওয়া যায়। এমন ব্যক্তিকে ভোট দিন যিনি বিষয়গুলো বোঝেন। আপনার সিদ্ধান্ত সঠিকভাবে নিন।”
এরপরেই ওই শিক্ষককে বরখাস্ত করা হয়। এ প্রসঙ্গে Unacademy-র সহ-প্রতিষ্ঠাতা রোমান সাইনি টুইটারে জানিয়েছেন, “Unacademy একটি শিক্ষা প্ল্যাটফর্ম। এটি মানসম্পন্ন শিক্ষা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। এটি নিশ্চিত করতে আমরা শিক্ষকদের জন্য একটি আচরণবিধি তৈরি করেছি। আমাদের সবকিছুর কেন্দ্রে থাকে আমাদের শিক্ষার্থীরা। শ্রেণীকক্ষ ব্যক্তিগত মতামত প্রদানের জায়গা নয়। কারণ এর ফলে পড়ুয়ারা ভুলভাবে প্রভাবিত হতে পারে। করণ সাংওয়ান আচরণবিধি লঙ্ঘন করেছেন। তাই আমরা তাঁকে বরখাস্ত করছি।”