Wednesday, May 15, 2024
রাজ্য​

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অতিথিশালায় থাকার ব্যবস্থা করল বেলুড় মঠ

কলকাতা: বিশ্বব্যাপী বেড়েই চলেছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনা আক্রান্তদের সঠিকভাবে সেবা ও সুস্থ করে তুলতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দেশের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। প্রাণঘাতী করোনা মোকাবিলায় এবার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য অতিথিশালার দ্বার খুলে দিল বেলুড় মঠ। মঠের অতিথিশালায় থাকার ব্যবস্থা হয়েছে ২৬ জন স্বাস্থ্যকর্মীর।

এই ২৬ জন স্বাস্থ্যকর্মী হাওড়ার টিএল জয়সওয়াল হাসপাতালের সঙ্গে যুক্ত বলে জানা গেছে। উল্লেখ্য, করোনার চিকিৎসায় নিয়োজিত থাকায় করোনা যোদ্ধারা বাড়িতে যেতে পারছেন না, কেননা এতে তাঁদের পরিবার আক্রান্ত হতে পারে। তাই তাঁদের থাকার ব্যবস্থা করেছে রামকৃষ্ণ মিশন।

মঠের অতিথিশালার দায়িত্বে থাকা সন্ন্যাসী সুব্রতনন্দ বলেন, জয়সওয়াল হাসপাতালের কিছু চিকিৎসক ও নার্সদের এই অতিথিশালায় থাকার ব্যবস্থা করা হয়েছে। মানবতার সেবায় রামকৃষ্ণ মিশন সব সময় এগিয়ে এসেছে। জেলা প্রশাসনের কর্তাদের অনুরোধে আমরা চিকিৎসক ও নার্সদের থাকার ব্যবস্থা করেছি। এখান থেকে হাসপাতাল কাছাকাছি হওয়ায় তাঁরা রোগীদেরর চিকিৎসায় বেশি সময় দিতে পারছেন।

এ প্রসঙ্গে হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভবানী দাস বলেছেন, আমাদের অনুরোধ গ্রহণ করার জন্য বেলুড় মঠকে অসংখ্য ধন্যবাদ। বেলুড় মঠ থেকে হাসপাতাল কাছাকাছি হওয়ায় চিকিৎসকরা আরও ভালো ভাবে কাজ করতে পারবেন।

উল্লেখ্য, করোনা মোকাবিলায় বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন সারদাপীঠের উদ্যোগে মানুষের হাতে চাল, ডাল, আলু, লবন, পেঁয়াজ, গুঁড়ো দুধের প্যাকেট, বিস্কুট, সাবান, স্যানিটাইজার তুলে দেওয়া হচ্ছে। তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, উত্তরপ্রদেশ, চেন্নাই, তামিলনাড়ু, দিল্লি সহ ভিন রাজ্যের সব শাখাকেন্দ্র থেকে ত্রাণকার্য চলছে।