Monday, April 29, 2024
কলকাতা

মদের দোকান খুলতেই শহরজুড়ে দোকানের সামনে উপচে পড়ল ভিড়

কলকাতা: করোনা আবহে দেশজুড়ে চলছে লকডাউন। দেশের অধিকাংশ রাজ্যে আজ প্রায় ৪০ দিন পর মদের দোকান খুললো। সোমবার সকাল সাড়ে ৯টায় কালীঘাট দমকলের পাশে মদের দোকানের শাটার তখনও খোলেনি, তার মধ্যেই দোকানের সামনে ফুটপাতে ৫০০ মানুষের লম্বা লাইন। শুধু বাংলায় নয়, কলকাতা-সহ গোটা দেশেই সামাজিক দূরত্ব শিকেয় তুলে মদের দোকানের সামনে হাজার হাজার মানুষের লাইন। ভিড় নিয়ন্ত্রণে আনতে হালকা লাঠিও চালাতে হয় পুলিশকে।

কালীঘাট ফায়ার ব্রিগেডের পাশে মদের দোকানের লাইন মুখ্যমন্ত্রীর বাড়ির গলি হরিশ মুখার্জি স্ট্রিটের মুখ পর্যন্ত চলে যায়। ক্রমশ আরও বাড়তে থাকে ভিড়। ভিড় সামাল দিতে নাজেহাল হন পুলিশরাও। রীতিমতো লাঠি নিয়ে পুলিশ তাড়া করে তাদের। তাতেও কাজ হয়নি। একদিকে তাড়া করলে অন্যদিক দিয়ে তারা এসে হাজির হচ্ছেন দোকানের সামনে। শেষ পর্যন্ত অবস্থা বেগতিক দেখে, পুলিশের নির্দেশে দোকান বন্ধ করে দেওয়া হয়।

লকডাউনের তৃতীয় দফায় রেড জোন ব্যতীত অন্যান্য এলাকায় মদের দোকান খোলার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। অবশ্য একগুচ্ছ শর্ত দেওয়া হয়। মাস্ক পরা বাধ্যতামূলক বলে ঘোষণা করে কেন্দ্র। দোকানের সামনে ৬ ফুট দূরত্বে দাঁড়াতে হবে। ৫ জনের বেশি লাইনে দাঁড়াতে পারবেন না। প্রয়োজনে টোকেনের ব্যবস্থা করতে হবে। দোকানের সামনে নতুন মূল্যতালিকা ঝোলাতে হবে ইত্যাদি। কিন্তু এদিন মাস্ক ছাড়া অন্য কোনও বিধির বালাই দেখা যায়নি শহরে।


সোমবার সকাল থেকে শহর জুড়ে মদ কেনার এই ভিড় দেখে উদ্বেগ প্রকাশ করেছে লালবাজার। কলকাতা পুলিশের পক্ষ থেকে নবান্নকে জানানো হয়েছে, সামাজিক দূরত্ব বজায় রাখার মতো পরিকাঠামো তৈরি না করে মদের দোকান খুললে বড় ধরনের গোলযোগ হবে। পরিস্থিতির কথা মাথায় রেখে, এদিন দোকান খোলার এক ঘণ্টার মধ্যেই আপাতত ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে অধিকাংশ দোকান।