Thursday, May 16, 2024
কলকাতা

দলকে কড়া ভাষায় আক্রমণ করায় বৈশালীকে বহিস্কার করল তৃণমূল

কলকাতা: শুক্রবার রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajiv Banerjee) মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করার পর তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন বালির তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়া (Vaishali Dalmiya)। এরপরেই তাঁর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে তাঁকে দল বহিস্কার করল তৃণমূল। উল্লেখ্য, দলের বিরুদ্ধে গত কয়েকদিন ধরেই সুর চড়িয়েছিলেন বৈশালী। তবে রাজীব বন্দ্যোপাধ্যায় মন্ত্রিত্ব থেকে পদত্যাগের পর চাচাছোলা ভাষায় আক্রমণ করে বসেন তিনি। এদিন বিকালেই এ নিয়ে বৈঠকে বসে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। সেই বৈঠকেই বৈশালীকে দল থেকে বহিষ্কার সিদ্ধান্ত নেওয়া হয়।

তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি বলেছে, প্রকাশ্যে যেভাবে গণমাধ্যমে বৈশালী মন্তব্য করছেন তা চূড়ান্ত দলবিরোধী। তাই শৃঙ্খলাভঙ্গের জন্যই তাঁকে দল থেকে বহিষ্কার করা হল। রাজীব বন্দ্যোপাধ্যায় মন্ত্রিত্ব থেকে পদত্যাগের পর বৈশালী বলেন, আমিও ধৈর্য্য ধরে দলে আছি। কতদিন ধৈর্য্য ধরবে আমি জানি না।‌ এই মন্তব্যের কয়েক ঘণ্টা পরেই দল থেকে বহিষ্কার করা হয় তাঁকে।

হাওড়ার তৃণমূল নেতা অরূপ রায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে বৈশালী বলেন, অরূপ রায় বলছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, লক্ষ্মীরতন শুক্লারা মন্ত্রিত্ব ছাড়ায় কিছু যায় আসে না। কিন্তু যায় আসে!‌‌ সবাইকে বের করে দিতে পারলে বাঁচে ওঁরা। দলে এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। একজনের ইচ্ছে চরিতার্থ করার জন্য দলের কর্মীদের কোনও গুরুত্ব দেওয়া হচ্ছে না। একজনে কি দল চলে?‌

বৈশালীর অভিযোগ, একে একে দক্ষ প্রশাসক দল থেকে বিমুখ হয়ে চলে যাচ্ছে। দল উইপোকাতে ভরে যাচ্ছে। লক্ষ্মীরতন মন্ত্রিত্ব ছাড়ার সময় বলেছিলাম যে কিছু লোক কাজ করতে দেয় না। এটা আবার প্রমাণ হয়ে গেল। রাজীবদার মুখেও এ কথা উঠে এসেছে। কিছু মানুষ অকারণে লোকজনকে জ্বালাতন করেন।