Monday, April 29, 2024
কলকাতা

রাত পোহালেই কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী মোদী

কলকাতা: রাত পোহালেই নেতাজি সুভাষ চন্দ্র বসুর (Subhas Chandra Bose) ১২৫ তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষে কলকাতা আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রাজ্যে এসে একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন নমো। শনিবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে ‘পরাক্রম দিবস’ অনুষ্ঠানের শুভ সূচনা করবেন প্রধানমন্ত্রী মোদী।

অনুষ্ঠানে নেতাজিকে নিয়ে একটি স্থায়ী প্রদর্শনশালার উদ্বোধন করা হবে। এছাড়া নেতাজির স্মারক হিসাবে একটি কয়েন ও ডাক টিকিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নেতাজিকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানেও উপস্থিতি থাকবেন মোদী। নেতাজির স্মৃতিতে ‘আমরা নুতন যৌবনেরই দূত’ অনুষ্ঠান হবে।

ভিক্টোরিয়ায় অনুষ্ঠানের আগে, কলকাতার জাতীয় লাইব্রেরিতে যাবেন নরেন্দ্র মোদী। সেখানে নেতাজি সম্পর্কিত একটি আন্তর্জাতিক সম্মেলন রয়েছে। যার মূল বিষয়বস্তু, একবিংশ শতাব্দীতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে ফিরে দেখা। এই অনুষ্ঠানে খ্যাতনামা সব শিল্পীর উপস্থিত থাকবেন। তাঁদের সঙ্গে আলাপও করতে পারেন প্রধানমন্ত্রী।

বিধানসভা ভোটে জিততে মরিয়া বিজেপি। তাই বাঙালির নেতাজি ভাবাবেগকে কোনওভাবেই হাতছাড়া করতে নারাজ গেরুয়া শিবির। ইতিমধ্যেই নেতাজির জন্মদিনকে ‘পরাক্রম দিবস’ হিসেবে ঘোষণা করেছে মোদী সরকার। ঐতিহ্যবাহী হাওড়া-কালকা মেলের নাম বদলে ‘নেতাজি এক্সপ্রেস’ করে দিয়েছে ভারতীয় রেল। জানা গিয়েছে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম বদলে নেতাজি মেমোরিয়ালও করে দিতে পারে কেন্দ্র। এ বিয়ষে কালই ঘোষণা দিতে পারেন প্রধানমন্ত্রী।