Friday, May 17, 2024
রাজ্য​

অমিত শাহের বাংলা সফরে ১৭ জন হেভিওয়েট তৃণমূল নেতা যোগ দেবেন বিজেপিতে

কলকাতা: ভোটের বাদ্যি বাজতেই সরগরম রাজ্য রাজনীতি। বিজেপি ইতিমধ্যেই বাংলা বিজয়ের লক্ষ্যে ঝাপিয়ে পড়েছে। ২৩ জানুয়ারি কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩০ জানুয়ারি দু’দিনের বাংলা সফরে আসছেন অমিত শাহ। জানা গিয়েছে, বাংলা সফরে এসে এবার ঠাকুরনগরে সভা করবেন তিনি। বিজেপি নেতাদের দাবি, অমিত শাহের এবারের সফরে বিজেপিতে যোগ দিতে পারেন ১৭ জন হেভিওয়েট তৃণমূল নেতা।

তালিকায় রয়েছে জিতেন্দ্র তিওয়ারি, সাধন পান্ডে, আবির বিশ্বাস, সিএস জাটুয়া, বিশ্বনাথ পারিয়াল, দিলীপ জাটুয়া, দীপক অধিকারী, প্রতিমা মন্ডল, আফরিন আলী, লক্ষ্মীরতন শুক্লা, বৈশালী ডালমিয়া, শংকর সিং, বিধায়ক উদয়ন গুহ, উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষালের নাম।

উল্লেখ্য, অমিত শাহ তাঁর গত সফরে তৃণমূলে বড়সড় ভাঙন ধরিয়েছেন। সেবার তাঁর হাত ধরে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর গেরয়া শিবিরে নাম লেখানোর পরে তৃণমূলে লাগাতার ভাঙন অব্যাহত রয়েছে। বিজেপিতে যোগ দিয়েই শুভেন্দু বলেছিলেন, রাজ্যে পদ্ম ফুঁটবে। এরপরেই একের পর নেতাকে গেরুয়া শিবিরে টেনে নিয়েছেন তিনি।

বিজেপি নেতৃত্বর দাবি, শুধু বিক্ষুব্ধ বা বেসুরো, নয় বিভিন্ন দলের অনেক নেতাই তাঁদের দলে নাম লেখাতে চাইছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যেভাবে রাজ্যে দলবদলের খেলা চলছে তাতে কোনও সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।