Sunday, May 19, 2024
Latestরাজ্য​

উপনির্বাচনে কালিয়াগঞ্জ থেকে জয়ী তৃণমূল প্রার্থী, এগিয়ে বাকি দু’টিতেও

কলকাতা: উপনির্বাচনে উত্তরবঙ্গের কালিয়াগঞ্জ কেন্দ্র থেকে ২৩০৪ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী তপনদেব সিংহ। এদিন সকাল থেকেই শুরু হয়েছে গণনার কাজ, শুরুতেই খবর আসে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী কমল চন্দ্র সরকার এগিয়ে। তবে শেষ হাসি হাসে তৃণমূল কংগ্রেসই। সেখানকার তৃণমূল প্রার্থী তপনদেব সিংহ ২৩০৪ ভোটে বিজেপি প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে জয়লাভ করে।

৫৬ হাজার ভোটে পিছিয়ে থাকা অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে ২৩০৪ ভোটে জয়লাভ করেন তৃণমূল প্রার্থী তপন দেব সিংহ। যার ফলে এই প্রথম কালিয়াগঞ্জ বিধানসভায় জিতল তৃণমূল।

খড়গপুর সদরে ৯ম রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী তথা স্থানীয় পুরপ্রধান প্রদীপ সরকার ১৩১৪২ ভোটে এগিয়ে রয়েছেন। তাঁর জয়ও এখন সময়ের অপেক্ষা।

করিমপুরে শুরু থেকেই অনেকটা এগিয়ে তৃণমূল। উপনির্বাচনে পরিস্থিতি যখন তিনটের মধ্যে তিনটেতেই জয়ী তখন ভোট সাফল্য প্রতিক্রিয়া জানাতেও আর দেরি করলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী বলেন, ঔদ্ধত্য আর অহঙ্কারের ফল বিজেপি। এই জয় মানুষের জয়।