Saturday, May 4, 2024
দেশ

ভারতীয় হিসেবে আমি গর্বিত নই: অমর্ত্য সেন

নয়াদিল্লি: কাশ্মীর ইস্যুতে কেন্দ্রের মোদী সরকারের পদক্ষেপের তীব্র সমালোচনা করলেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেছেন, গণতন্ত্র ছাড়া কাশ্মীর সমস্যার কোনো সমাধান হবে বলে আমি মনে করি না। সোমবার এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় নাগরিক হিসেবে ‘গর্বিত নন’ বলে জানিয়েছেন তিনি।

একাধিক স্তরে মোদী সরকারের সিদ্ধান্তের ত্রুটির কথা উল্লেখ করে তিনি বলেন, প্রাচ্যের দেশ হিসেবে ভারতই প্রথম গণতন্ত্রের পথে এগিয়ে গিয়েছিল। বিশ্বব্যাপী গণতান্ত্রিক আদর্শ অর্জনের জন্য এত কিছু করার পরেও বর্তমান পদক্ষেপে আমরা সেই খ্যাতি হারিয়ে ফেলছি। একজন ভারতীয় হিসেবে এ ব্যাপারে আমি গর্বিত নই।

উল্লেখ্য, গত ৫ই আগস্ট থেকে জম্মু-কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ রাজ‍্যের বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকে গ্রেফতার করে রাখা হয়েছে। এর বিরোধিতা করে অমর্ত্য সেন বলেন, আমার মনে হয়না জনগণের নেতাদের কন্ঠরোধ করে সরকার কখনো সঠিক ও ন‍্যায়বিচার পাবে। হাজার হাজার নেতাকে দমিয়ে রেখে, অতীতে দেশকে নেতৃত্বদানকারী এবং সরকার গঠনকারী নেতাসহ অনেককে কারাগারে রেখে গণতন্ত্র সফল হবে না।

জম্মু ও কাশ্মীরের কড়া নিরাপত্তা জারি করা প্রসঙ্গে অমর্ত্য সেন বলেন, এটি পুরোনো ঔপনিবেশিক অজুহাত। ব্রিটিশরা এভাবেই ২০০ বছর ধরে দেশ চালিয়েছিল।