কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করার ডাক অরুন্ধতী রায়ের, দোষী সাব্যস্ত হলে হতে পারে ৭ বছরের জেল
কলকাতা ট্রিবিউন ডেস্ক: কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। সেই কাশ্মীরকেই ভারত থেকে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছিল বুকার পুরস্কার বিজয়ী সাহিত্যিক অরুন্ধতী রায় (Arundhati Roy) ও কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ শওকত হোসেন। ২০১০ সালে তাদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়। সেই মামলা চালিয়ে যাওয়ার অনুমতি দিল দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনা।
জানা গেছে, এই মামলায় অরুন্ধতী রায় দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড হতে পারে। অভিযোগ, ২০১০ সালেই দিল্লিতে ‘আজাদি: দ্য অনলি ওয়ে’ অনুষ্ঠানে কাশ্মীর ইস্যুতে উস্কানিমূলক ভাষণ দিয়েছিলেন অরুন্ধতী।
সুশীল পণ্ডিত ও রুটস ইন কাশ্মীর নামে কাশ্মীরি পণ্ডিতদের একটি সংগঠন অরুন্ধতী রায় ও শওকত হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ, ১৫৩বি ও ৫০৫ ধারায় মামলা দায়ের করা হয়। বিচারে দোষী সাব্যস্ত হলে অরুন্ধতীর ৭ বছরের জেল হতে পারে।