Thursday, December 12, 2024
দেশ

‘নেতানিয়াহু শয়তান, প্যালেস্টাইনের পাশে দাঁড়ান’, মোদীকে অনুরোধ ওয়াইসির

কলকাতা ট্রিবিউন ডেস্ক: হামাসের ইসরায়েলের উপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে নেতানিয়াহুর পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথা বলেছেন নেতানিয়াহুর সঙ্গে। হামাসকে জঙ্গি গোষ্ঠী বলে উল্লেখ করেছেন মোদী। বার্তা দিয়েছেন, ভারতের মানুষ ইসরায়েলের পাশে রয়েছে। এবার মোদীকে প্যালেস্টাইনের পাশে দাঁড়ানোর আর্জি জানালেন আসাদউদ্দিন ওয়াইসি।

ওয়াইসি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘শয়তান’ বলে উল্লেখ করেছেন। এক জনসভায় হায়দরাবাদের AIMIM সাংসদ ওয়াইসি বলেন, ‘আমি প্যালেস্তাইনের সঙ্গে আছি। গাজার সাহসী মানুষদের লাখো সেলাম, যারা লড়াই করে চলেছেন। নেতানিয়াহু অত্যাচারী শয়তান, যুদ্ধাপরাধী।’

এরপরেই যোগী আদিত্যনাথকে বিঁধে ওয়াইসি বলেন, ‘আমাদের দেশের এক বাবা মুখ্যমন্ত্রী আছেন যিনি বলেছেন প্যালেস্তাইনের সমর্থনে কিছু বললেই ব্যবস্থা নেওয়া হবে। শুনুন হে ‘বাবা’ মুখ্যমন্ত্রী, আমি গর্বের সঙ্গে প্যালেস্তাইনের পতাকা বহন করছি এবং তেরঙাকেও। আমি প্যালেস্তাইনের পাশে রয়েছি।’ 

ওয়াইসি বলেন, ‘আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে প্যালেস্টাইনের উপর নৃশংসতা বন্ধের আবেদন জানাতে চাই। প্যালেস্তাইন শুধু মুসলিমদের বিষয় নয়, এটি একটি মানবিক সমস্যা।’