Monday, May 6, 2024
কলকাতা

সিদ্দিকুল্লাহর নেতৃত্বে প্যালেস্টাইনের সমর্থনে কলকাতায় জমিয়ত উলামায় হিন্দের মিছিল

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এই মুহূর্তে ইসরায়েল-হামাস যুদ্ধ চলছে। ভারত সরকার ইতিমধ্যেই হামাসকে জঙ্গি গোষ্ঠী ঘোষণা করে ইসরায়েলকে সমর্থন করেছে। তবে শনিবার দুপুরে কলকাতায় প্যালেস্টাইনের সমর্থনে মিছিল বের হয়। রাজাবাজার চৌরাস্তা থেকে রামলীলা ময়দান পর্যন্ত এই মিছিল হয়।

জানা গেছে, এই মিছিলের নেতৃত্বে ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী তথা মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী (Siddiqullah Chowdhury)। আর উদ্যোক্তা ছিল পশ্চিমবঙ্গ জমিয়ত উলামায় হিন্দ। শনিবার দুপুর ১২টায় রাজাবাজার চৌরাস্তা থেকে মিছিল বের হয়। শিয়ালদহ-মৌলালি হয়ে রামলীলা ময়দানে মিছিল শেষ হয়। এ সময় মিছিলের নেতৃত্ব দেন সিদ্দিকুল্লাহ চৌধুরী।


মিছিলের ব্যানারে লেখা ছিল – ”ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলার পরিপ্রেক্ষিতে শান্তির আহ্বানে প্রতিবাদ মিছিল।” রামলীলা ময়দানে পৌঁছে প্যালেস্টাইনে শান্তি প্রতিষ্ঠার পক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ জমিয়ত উলামায় হিন্দের সদস্যরা।