Thursday, May 16, 2024
দেশ

জেটলির মূর্তি উন্মোচনের মঞ্চে অমিত শাহের পাশে সৌরভ গঙ্গোপাধ্যায়

নয়াদিল্লি: সোমবার ফিরোজ শাহ কোটলায় প্রয়াত অর্থমন্ত্রী অরুণ জেটলির মূর্তি উন্মোচন করা হল। অনুষ্ঠানে হাজির ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূর্তি উন্মোচনের পর পাশাপাশি কিছুক্ষণ দাঁড়াতেও দেখা যায় অমিত শাহ এবং দাদাকে।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি ১৯৯৯ থেকে ২০১৩ সাল অবধি দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) প্রেসিডেন্ট ছিলেন। তাই তাঁর ৬৮ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দিল্লির ফিরোজ শাহ কোটলায় মূর্তি উন্মোচন করা হল।

তবে সবকিছুকে ছাপিয়ে যাবতীয় আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে উঠে আসে একইমঞ্চে সৌরভ এবং শাহের উপস্থিতি। জল্পনা ছড়ায়, অমিত শাহের সঙ্গে বৈঠক করতে পারেন সৌরভ। আসন্ন বিধানসভা ভোটের আগে সৌরভের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে বঙ্গ রাজনীতিতে। সৌরভকে বিজেপি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হতে পারে বলেও গুঞ্জন চলছে।

দেখুন ভিডিওতে-


এদিন জেটলির মূর্তি উন্মোচনের পর অমিত শাহের বাঁ-দিকে দাঁড়িয়েছিলেন মহারাজ। প্রথমে কিছুটা দূরত্ব ছিল। পরে একেবারে পাশাপাশিও দাঁড়ান শাহ-সৌরভ। উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানে ক্রিকেটারদের মধ্যে উপস্থিত ছিলেন গৌতম গম্ভীর (প্রাক্তন ভারতীয় ক্রিকেটার, বর্তমানে বিজেপি সাংসদ), শিখর ধাওয়ান, সুরেশ রায়নাও।

এদিকে, রাজনীতিতে যোগ দেবেন কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু বলেননি দাদা। তবে তাঁর স্ত্রী ডোনা জানিয়েছিলেন, সৌরভ যে পিচেই খেলবে, সেখানেই শীর্ষে থাকবে। তবে সৌরভ রাজনীতিতে যোগ দেবেন কিনা, সে বিষয়ে কিছু বলেননি তিনি। তবে দুর্গাপুজোর ষষ্ঠীর সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন ডোনা। তাতে জল্পনা আরও বাড়ে।