Monday, November 17, 2025
দেশ

বন্ধ করে দেওয়া হবে সমস্ত মাদ্রাসা, বিল আনল বিজেপি শাসিত অসম সরকার

গুয়াহাটি: দিনকয়েক আগে অসমের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা মন্তব্য করেছিলেন, সরকারের টাকায় আর কোরান শিক্ষা নয়, তাই বন্ধ করে দেওয়া হবে সরকার পরিচালিত সমস্ত মাদ্রাসা। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া শুরু করল অসমের বিজেপি শাসিত সরকার। সোমবার সরকারি সমস্ত মাদ্রাসা তুলে দেওয়ার প্রস্তাবটি বিধানসভায় বিল পেশ করেছে অসম সরকার।

সোমবার বিলটি বিধানসভায় বিল পেশ করেন রাজ্যের শিক্ষামন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা। প্রস্তাব অনুযায়ী, অসমের সমস্ত সরকারি মাদ্রাসাগুলিকে সাধারণ (উচ্চ প্রাথমিক, দশম এবং দ্বাদশ শ্রেণির) স্কুলে বদলে ফেলা হবে। আগামী ২০২১ সালের ১ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর করার কথা বলা হয়েছে বিলে।

যদিও এই বিলের তীব্র আপত্তি জানিয়েছে বিরোধীরা। তবে শিক্ষামন্ত্রী সাফ জানিয়েছেন, সরকারের টাকায় যদি কোরান শিক্ষা দিতে হয়, তাহলে বাইবেল ও ভগবত গীতাও শিক্ষা দেওয়া উচিৎ। তাই আমরা ঠিক করেছি, সরকারি টাকায় সকল ধর্মের শিক্ষা দেওয়া বন্ধ করে দেওয়া হবে।

তিনি আরও বলেন, সরকারি অর্থে কোনও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে না। তবে তিনি জানান, বেসরকারি মাদ্রাসার ক্ষেত্রে অসম সরকারের কোনও আপত্তি নেই। উল্লেখ্য, অসমে বর্তমানে ৬১৪টি সরকারি মাদ্রাসা রয়েছে। এদের মধ্যে ৩টি রয়েছে ছেলেদের আর ৫৭টি মেয়েদের। বাকি গুলো কো-এড।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।