Sunday, May 19, 2024
Latestরাজ্য​

এনকাউন্টার অত্যন্ত অন্যায়, প্রতিক্রিয়া অপর্ণা সেনের

কলকাতা: শুক্রবার ভোররাতের হায়দরাবাদ এনকাউন্টারের খবর ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে প্রশংসার বন্যায় ভাসছে তেলেঙ্গানা পুলিশ। পুলিশি এনকাউন্টারে খুশি নির্যাতিতার পরিবারও। তবে অনেকেই এভাবে এনকাউন্টারের বিরোধিতা করেছেন। সবর হয়েছেন অপর্ণা সেনও।

পুলিশের এনকাউন্টার তত্ত্বকে প্রশ্নের মুখে ফেলে অপর্ণা সেন বলেন, এনকাউন্টার যদি হবে, তাহলে পায়ে গুলি করা যেত। বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা থামাতে হবে। আরও দ্রুত ধর্ষণ মামলার নিষ্পত্তি করতে হবে। সরাসরি গুলি করে মেরে ফেলার ঘটনা সমর্থনযোগ্য নয়। অপর্ণা সেন বলেন, দৃষ্টান্তমূলক সাজা হল না। আইন মেনে সাজা হলেও দৃষ্টান্ত হত। গুলি করে মারা কখনও দৃষ্টান্ত নয়। পুলিশের হাতে ক্ষমতা যেতে পারে না।

এই প্রতিক্রিয়ার পরই অপর্ণা সেনকে তীব্র আক্রমণ করেন বিজেপি নেতা অনুপম হাজরা। অনুপম হাজরা নিজের ছবি সহযোগে একটি পোস্ট করেন। তাতে টেনে এনেছেন অপর্ণা কন্যা কঙ্কণা সেনশর্মার নাম। বিজেপি নেতার প্রশ্ন, জানতে খুব ইচ্ছে করছে, হায়দরাবাদ গণধর্ষণ ও হত্যাকাণ্ডের ভিক্টিমের নামটা যদি কঙ্কণা সেনশর্মা হত, তাহলে শ্রীমতি অপর্ণা সেনের পুলিশ এনকাউন্টার সম্পর্কে একই রিঅ্যাকশন থাকত?

এদিকে, তসলিমা নাসরিনও সওয়াল তুলেছেন পুলিশের ভূমিকা নিয়ে। লেখিকার কথায়, বাংলাদেশে সন্ত্রাসবাদী ও মাদক ব্যবসায়ীরা পুলিশি এনকাউন্টারে মারা যায়। তবে ভারতে আজ পুলিশের এনকাউন্টারে ৪ জন ধর্ষক ও খুনির মৃত্যু হয়েছে। সময়, অর্থ, শক্তি সবই বাঁচল! এক দিক থেকে ভালো, কিন্তু সত্যিই কি ভালো?

লেখিকার মতে, অপরাধীদের মেরে ফেলা সোজা। কিন্তু অপরাধীদের এমনভাবে শিক্ষিত করে তোলা যাতে তারা আর কোনও দিন অপরাধই না করে, সেটা কঠিন। আমরা আসলে সোজা পদ্ধতিই পছন্দ করি।