Sunday, June 22, 2025
Latestদেশ

দেশ হিসেবে আমরা ব্যর্থ- লজ্জিত, ‘নৃশংস’ উন্নাও কাণ্ডে বললেন গৌতম গম্ভীর

মুম্বাইহায়দরাবাদে পশু চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত ৪ অভিযুক্তকে পুলিশ এনকাউন্টারে হত্যা করেছে। পুলিশের দাবি, অভিযুক্তরা রিভলবার নিয়ে পালানোর চেষ্টা করে বাধ্য হয়ে পুলিশ গুলি চালালে ৪ জন মারা যায়। পুলিশ অভিযুক্তদের ঘটনার পুননির্মাণের জন্য ঘটনাস্থলে নিয়ে গিয়েছিল।

পুলিশি এনকাউন্টার নিয়ে গৌতম গম্ভীর বলেন, আইন ব্যবস্থায় উন্নতি করার প্রয়োজন রয়েছে। ফাস্ট ট্র্যাক কোর্টের সিদ্ধান্তই শেষ কথা হওয়া উচিৎ। দোষীদের ফাঁসি দেওয়া হলে প্রাণভিক্ষার সুযোগ দেওয়া উচিৎ নয়।

ভারতীয় দলের প্রাক্তন ওপেনিং ব্যাটসম্যান আর বিজেপি সাংসদ গৌতম গম্ভীর বলেন, বর্বর মানুষরা দয়ার পাত্র হয় না।  দেরি না করে দোষীদের দ্রুত ফাঁসি দেওয়া উচিৎ।

পাশাপাশি, উত্তরপ্রদেশের উন্নাওয়ে দগ্ধ ধর্ষিতার মৃত্যু নিয়ে সংবাদ সংস্থা এএনআইকে গৌতম গম্ভীর বলেন, দেশ হিসেবে আমরা ব্যর্থ। আমি ভীষণ লজ্জিত। তিনি বলেন, একজন মহিলাকে ধর্ষণ করার পর তাঁকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারা হল, এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। গম্ভীর গম্ভীর আরও বলেন, সূর্য ডুবলেই মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমাদের এই ধরনের পরিস্থিতি বদলাতেই হবে।