Sunday, September 15, 2024
দেশ

ট্রেনে ধূমপানের প্রতিবাদ করায় গর্ভবতী মহিলাকে গলা টিপে খুন

শাহজাহানপুর: অসুবিধা হচ্ছিল আরও অনেকের। তবে সকলে নাক-মুখ ফিরিয়ে অন্য দিকে মন দিচ্ছিলেন। সহ্য করতে পারেননি গর্ভবতী চিনাত দেবী (৪৫)। ধূমপানরত সহযাত্রী সোনু যাদবকে বারণ করেন চিনাত দেবী। আর তার জেরেই তাঁকে সকলের সামনেই গলা টিপে খুন করলেন সোনু যাদব। শুক্রবার ঘটনাটি ঘটেছে পাঞ্জাব-জালিয়ানওয়ালা এক্সপ্রেস ট্রেনে।

শাহজাহানপুরের জিআরপি থানার ইন-চার্জ এ কে পাণ্ডে জানান, ছট পুজো উপলক্ষে পরিবারের সঙ্গে বিহারে যাচ্ছিলেন চিনাত দেবী। তাঁরা পাঞ্জাব-জালিয়ানওয়ালা এক্সপ্রেসের জেনারেল কামরায় উঠেছিলেন। ভিড়ে ঠাসা ছিল সেই কামরা। ট্রেন যখন মাঝপথে সোনু যাদব নামে এক সহযাত্রী কামরার মধ্যেই ধূমপান শুরু করেন। অসুবিধে হচ্ছিল পাশে বসে থাকা চিনাত দেবীর৷ চুপ করে না থেকে প্রতিবাদ করেছিলেন চিনাত দেবী। অভিযোগ অভিযুক্ত ওই ব্যক্তি প্রতিবাদকারিনীর উপর চড়াও হন ৷ তাঁর গলা টিপে ধরেন ৷ সঙ্গে সঙ্গে জ্ঞান হারান ওই মহিলা ৷

শাহজাহানপুরে ট্রেন পৌঁছলে চিনাত দেবীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ট্রেনের অন্য যাত্রীরা সোনুকে পুলিশের হাতে তুলে দেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।