Wednesday, May 15, 2024
Latestদেশ

রাষ্ট্রপতির হাত থেকে দাদাসাহেব ফালকে পুরস্কার নিলেন অমিতাভ বচ্চন

নয়াদিল্লি: রবিবার অমিতাভ বচ্চনের হাতে দাদা সাহেব ফালকে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এসময় দর্শকাসনে উপস্থিত ছিলেন স্ত্রী জয়া বচ্চন, ছেলে অভিষেক বচ্চন। তবে অভিষেকের স্ত্রী ঐশ্বর্য এবং অমিতাভ কন্যা শ্বেতা বচ্চনকে দেখা যায়নি।

চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার গ্রহণের পর পর অমিতাভ বচ্চন বলেন, যখন এই পুরস্কারের জন্য আমার নাম ঘোষণা করা হল, তখন আমার মনে হল, এই পুরস্কার কি এটাই ইঙ্গিত দিচ্ছে যে আমি যথেষ্ঠ কাজ করে ফেলেছি, এবার বিশ্রাম নেওয়ার সময় এসে গিয়েছে। তবে এখনও অল্প বিস্তর কাজ বাকি রয়েছে, যেটা আমায় শেষ করতে হবে।

১৯৬৯ থেকে চালু হওয়া দাদাসাহেব ফালকে হল ভারতীয় চলচ্চিত্র ক্ষেত্রে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান। ভারতীয় সিনেমার জনক দাদাসাহেব ফালকের প্রতি সম্মান জানিয়ে প্রতি বছর ফিল্মজগতের বিশিষ্টদের এই বিশেষ সম্মানে ভূষিত করা হয়।


এর আগে সত্যজিৎ রায়, রাজ কাপুর, গুলজার, বিনোদ খান্না, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, মৃণাল সেন, হৃষিকেশ মুখোপাধ্যায়, যশ চোপড়া, গুলজার, মান্না দে, শশী কাপুর, তপন সিং, মান্না দের মতো কিংবদন্তীরা এই সম্মান পেয়েছেন। এবার সেই তালিকায় ঢুকে পড়লেন বলিউডের অ্যাংরি ইয়াংম্যান অমিতাভ বচ্চন।

প্রসঙ্গত, দাদাসাহেব ফালকে ভারতীয় চলচ্চিত্রে পরিচালক ও প্রযোজক ছিলেন। তাকে ভারতীয় চলচ্চিত্রের জনক হিসেবে গণ্য করা হয়। তিনি ১৯১৩ সালে রাজা হরিশচন্দ্র চলচ্চিত্রটি নির্মাণ করেন যা ছিল ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্য নির্বাক চলচ্চিত্র। এরপর তিনি প্রায় চব্বিশ বছর ধরে ৯৫টি পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র ও ২৬টি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করেন।