Tuesday, June 24, 2025
Latestদেশ

যারা হিংসা ছড়াচ্ছে তাদের ছবি তুলেছে পুলিশ, চলছে মুখ চিহ্নিতকরণের কাজ

নয়াদিল্লি: সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছিল রাজধানী দিল্লি। প্রতিবাদের নামে যারা হিংসা ছড়াচ্ছে সেই সব বিক্ষোভকারীদের চিহ্নিত করতে ভিডিও ফুটেজ সংগ্রহ করল দিল্লি পুলিশ। ব্যবহার করা হচ্ছে ফেশিয়াল রেকগনিশন সফটওয়ার।

সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসির বিরুদ্ধে শহরজুড়ে চলা বিক্ষোভগুলিরও ভিডিও করে রেখেছে দিল্লি পুলিশ। অটোমেটেড ফেসিয়াল রিকগনিশন সিস্টেম (এএফআরএস) পদ্ধতির মাধ্যমে সহজেই সনাক্তকারীদের চিহ্নিত করা সম্ভব। গত রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমাবেশের বাইরে স্লোগান তোলা বিক্ষোভকারীদের চিহ্নিতকরণের কাজে এই পদ্ধতি ব্যবহার করে পুলিশ।

রাজধানীর র‍্যালিতে সুরক্ষার দায়িত্বে থাকা এক পুলিশ আধিকারিক বলেন, মেটাল ডিটেক্টরের মধ্য দিয়ে যারা অনুষ্ঠানে গিয়েছেন তাঁদের ছবি ক্যামেরায় তুলে রাখা হয়েছে। লাইভ ফিডের সঙ্গে পাঁচ সেকেন্ডেরও কম সময়ে কন্ট্রোল রুম থেকে সেই ছবি আমাদের ডেটা সেট থেকে মিলিয়ে দেখা সম্ভব হয়েছে।

প্রধানমন্ত্রীর জনসভায় আইনশৃঙ্খলা রক্ষার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়। যাতে প্রতিবাদীরা ভিড়ে মিশে থাকলে সহজেই তাঁদের চিহ্নিত করা যায়। দিল্লি পুলিশের মতে, এই টেকনোলজি ব্যবহারের মাধ্যমে নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে।