Monday, June 16, 2025
Latestরাজ্য​

আল্লা বলেছে, সংখ্যালঘু হতে পারিস, তবে নবান্ন-রাইটার্স-মসনদের চাবি তোদের হাতেই: ত্বহা সিদ্দিকি

কলকাতা: আমরা সংখ্যালঘু হতে পারি। তবে মসনদের চাবি, নবান্নের চাবি, রাইটার্সের চাবি, কিন্তু আমাদের হাতেই। আমরাই ফ্যাক্টর। সাধনা নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন ফুরফুরা শরিফের প্রধান ত্বহা সিদ্দিকি। তিনি বলেন, হতে পারি আমরা সংখ্যালঘু, কিন্তু নবান্ন, রাইটার্সের চাবি আমাদের হাতেই। রাজনীতি করলে তিনি রাইটার্সে বসার জন্য লড়তেন, সেক্ষেত্রে তিনি টক্কর দিতেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। এমনটাই বললেন ত্বহা সিদ্দিকি।

ত্বহা সিদ্দিকি বলেন, আমরা সংখ্যালঘুই ফ্যাক্টর। যার জন্য মুসলিমদের নিয়ে সবাই টানাটানি করে থাকেন। আজ তৃণমূল সরকার আছে, অথচ ৫ শতাংশ ভোট যদি সরে যায়, শেষ হয়ে যাবে ওরা। আল্লা আমাদের সম্মান দিয়েছেন। আল্লা বলেছে, সংখ্যালঘু হতে পারিস, ব্যথা পাস না, মসনদের চাবি তোদের হাতেই। তোরা যদি মনে করিস, তৃণমূল ভালো চালাচ্ছে না, তাহলে সিপিএমকে ভোট দে।

ফুরফুরা শরিফের প্রধান ত্বহা সিদ্দিকি বলেন, ২০২১ সালের বিধানসভা ভোটে তৃণমূলই সরকার গঠন করবে, আমি ৯০ শতাংশ নিশ্চিত। আমাদের কাছে অনেক খবর রয়েছে। ভাইবোনের বাহ্যিক লড়াই। যেমনটা সিপিএম-কংগ্রেসের লড়াই ছিল। সিপিএম ৩৪ বছর ক্ষমতায় ছিল মানুষের ভোটে এবং কংগ্রেসের দয়ায়।

ত্বহা সিদ্দিকি আরও বলেন, একটা দল বলে, ধর্মকে রাজনীতির সঙ্গে মিশিয়ে দেবেন না। তবে ধর্ম ছাড়া রাজনীতি হয় না। রাজনীতি ছাড়া ধর্ম হয় না। এখানে মানুষকে ভুল বোঝানো হয়েছে। ভুল ধারণা এটা। আমি যদি রাজনীতি করতাম, তাহলে টক্কর হত মুখ্যমন্ত্রীর সঙ্গে। আমি যদি রাজনীতি করতাম তবে বিধায়ক, সাংসদ হওয়ার জন্য লড়তাম না। রাইটার্সে বসার জন্য লড়তাম।