এবার বিজেপি শাসিত সব রাজ্যে মদ নিষিদ্ধের দাবি
ভোপাল: এবার বিজেপি শাসিত রাজ্যগুলিতে মদ নিষিদ্ধের দাবি জানালেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী (Uma Bharati)। একটি দুটি টুইট নয়, রীতিমতো ৮টি টুইট করে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) কাছে এই আবেদন জানিয়েছেন তিনি। উল্লেখ্য, সম্প্রতি মধ্যপ্রদেশে মদের দোকান বাড়ানোর কথা বলেছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। যার বিরুদ্ধে সবর হলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
মদ বিক্রি বন্ধের বিষয়ে নীতীশ কুমারের (Nitish Kumar) রাজ্য বিহারের উদাহরণ দিয়েছেন উমা। টুইটে তিনি লিখেছেন, রাজনৈতিক দলগুলির উপরে নির্বাচনে জেতার চাপ থাকে ঠিকই। কিন্তু বিহারে বিজেপির জয় প্রমাণ করে দিয়েছে, মদ নিষিদ্ধ করার ফলে মহিলাদের ভোট নীতীশ কুমারের পক্ষে গিয়েছে।
উমা ভারতী বলেন, মদ নিষিদ্ধ করলে শিশু ও মহিলাদের উপরে হওয়া ঘৃণ্য অপরাধ কমে যাবে। তাই বিজেপি শাসিত রাজ্যগুলিতে মদ নিষিদ্ধ করা হোক। এর ফলে রাজ্যগুলির রাজস্ব খাতে ঘাটতি হতে পারে সে কথাও মেনে নিয়েছেন তিনি। উমার মতে, রাজ্যের তরফে বেশি মদের দোকান খোলা মানে মা হয়ে নিজের সন্তানের মুখে বিষ তুলে দেওয়া।
সড়ক দুর্ঘটনার জন্যও মদকেই দায়ী করেছেন উমা ভারতী। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan) ভূয়সী প্রশংসাও করেন তিনি। তিনি লিখেছেন, মদের দোকানের সংখ্যা বাড়ানো নিয়ে মধ্যপ্রদেশ সরকার এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বিবৃতি প্রশংসনীয়।


