Sunday, May 19, 2024
Latestরাজ্য​

১ অক্টোবর সল্টলেকের বিজে ব্লকের পুজো উদ্বোধন করবেন অমিত শাহ

কলকাতা: ১ অক্টোবর, মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সল্টলেকের বিজে ব্লকের পুজো উদ্বোধন করবেন। এই পুজোর কার্যনির্বাহী সভাপতি বিজেপির রাজ্য কমিটির সদস্য উমাশঙ্কর ঘোষ। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, ১ অক্টোবর সল্টলেকের বিজে ব্লকের পুজোর উদ্বোধন করবেন অমিত শাহ।

যদিও বিজেপির পরিকল্পনা ছিল, অমিত শাহ কমপক্ষে কলকাতার নামী তিন-চারটি পুজোর উদ্বোধন করবেন। এর মধ্যে অন্যতম টার্গট ছিল, কালীঘাটে মুখ্যমন্ত্রীর পাড়ার সঙ্ঘশ্রীর পুজো। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু এই পুজো কমিটির সভাপতিও হয়েছিলেন। কিন্তু সঙ্ঘশ্রীর পুজো অচিরেই বিজেপির থেকে তৃণমূলের দখলে চলে যায়।

এরপর আগ্রহী পুজো কমিটিগুলির কাছে লিখিত আবেদনও চাওয়া হয়। বেশ কিছু পুজো কমিটি লিখিত ভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে পুজো উদ্বোধন করানোর ইচ্ছে প্রকাশ করলেও পরে তাঁরা বেঁকে বসে। রাজ্য বিজেপির অভিযোগ, তৃণমূল ওই পুজো কমিটির কর্তাদের হুমকি দিচ্ছে যে, অমিত শাহকে দিয়ে উদ্বোধন করালে ফল ভালো হবে না।

বিজেপি সূত্রে খবর, ১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ বিজে ব্লকের পুজোর উদ্বোধন করতে আসবেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষে রবিবার পুজো মণ্ডপ পরিদর্শন করেন এসপিজি ও পুলিশ। খতিয়ে দেখা হয় নিরাপত্তা ব্যবস্থা।

প্রসঙ্গত, বিজে ব্লক শারদোৎসব কমিটির পুজো এবার ৩৬ বছরে পা রাখলো। এবছর তাঁদের থিম ঢোলকপুরের ছোটা ভীমের রাজবাড়ি। দেবী দুর্গাকে তুলে ধরা হচ্ছে রাজঘরানার সাজে। প্রতিমাকে বেনারসি শাড়ি ও সোনালি গয়নার সাজে সজ্জিত করা হয়েছে। পুজো মণ্ডপে ঢুকতেই দেখা যাবে কার্টুন পরিবারের সব সদস্যদের।