দাম কমাতে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা জারি কেন্দ্রের
নয়াদিল্লি: সব ধরণের পেঁয়াজ রফতানি নিষিদ্ধ করল কেন্দ্র। রবিবার শিল্প ও বাণিজ্য মন্ত্রক এই নিষেধাজ্ঞা জারি করল। গত বেশ কয়েকদিন ধরেই উর্ধ্বমুখী পিঁয়াজের দাম। কোথাও ৭০ টাকা, কোথাও বা ৮০, আবার কোথাও বা ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। এবার দাম নিয়ন্ত্রণে আনতেই পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পিঁয়াজের রফতানির ক্ষেত্রে নতুন নির্দেশ না আসা পর্যন্ত এদিনের লাগু করা নির্দেশই বলবৎ থাকবে।
বিক্রেতাদের দাবি, ভিন রাজ্য থেকে পেঁয়াজ আমদানিতে ঘাটতি পড়াতেই দাম বেড়েছে পেঁয়াজের। ব্যবসায়ীদের একাংশের মতে আবার, বৃষ্টির জেরে নাসিক থেকে সরবরাহ কমে যাওয়াতেই হু হু করে বাড়ছে দাম। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে পেঁয়াজ উৎপাদন কম হয়। মহারাষ্ট্রের নাসিক, কর্ণাটকের মাকলি ও অন্ধ্রের কুরনুল থেকেই মূলত পেঁয়াজ আমদানি করা হয়। গত কয়েক বছরে নাসিক থেকে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মধ্যপ্রাচ্যে পেঁয়াজ রফতানি বেড়েছে। যার জেরে বাজারে পেঁয়াজের দাম বেড়েছে বলে মনে করা হচ্ছে।
গত কয়েক সপ্তাহে পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া। দিল্লি, মুম্বাই, লখনউতে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। কলকাতায় ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। অন্যদিকে পোর্ট ব্লেয়ারে পেঁয়াজের দাম ৮০ থেকে ৯০ টাকা কেজি।
এদিকে, পাকিস্তান হয়ে ইতোমধ্যে ভারতে ঢুকতে শুরু করেছে পেঁয়াজ ভর্তি আফগান ট্রাক। দাম বাড়ায় আফগান ব্যবসায়ীরা ভারতে পেঁয়াজ রফতানিতে বিশেষ আগ্রহী বলে খবর। আফগান ব্যবসায়ীরা জানিয়েছেন, ভারতে পেঁয়াজের দাম ৩০ টাকা কিলো দরে না পৌঁছনো পর্যন্ত তারা রফতানি করবে।