Monday, June 16, 2025
Latestদেশ

১৯৪৭ সালে পূর্ব-পশ্চিম পাকিস্তানে ৩০ শতাংশ হিন্দু ছিল, এখন কমে সাড়ে ৬ শতাংশ: অমিত শাহ

নয়াদিল্লি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বললেন, পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুরা বৈষম্যের শিকার। স্বাধীনতার সময়ে উভয় পাকিস্তানে ৩০ শতাংশ হিন্দু ছিলেন। কিন্তু বর্তমানে কমে তা মাত্র সাড়ে ৬ শতাংশে এসে ঠেকেছে। এক সাক্ষাৎকারে অমিত শাহ এই মন্তব্য করেন।

অমিত শাহ বলেন, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের সংখ্যালঘুরা ধর্ম রক্ষার জন্য এদেশে আশ্রয় নেয়। সেখান থেকে নির্যাতনের শিকার হয়ে তাঁরা এখানে আসেন। নিজেদের মা-বোন-সন্তানের সম্মান রক্ষার জন্য এখানে আসেন। সেজন্য তারা শরণার্থী।

সরাসরি মুসলিমদের নাম না করে তিনি বলেন, কেউ যদি রুটি-রুজির জন্য আসে, আইনশৃঙ্খলায় বিঘ্ন সৃষ্টি করার জন্য আসে তারা অনুপ্রবেশকারী। ওই সকল দেশে মুসলিমদের ধর্মীয় নিপীড়ন হওয়ার কোনও সম্ভাবনা নেই বলেও অমিত শাহ জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশ থেকে যেসব মুসলিমরা এসেছেন সেই মুসলিমরা শরনার্থীর মর্যাদা পাবেন না। অ-মুসলিমদের শরণার্থীর মর্যাদা ও নাগরিকত্ব দেয়া হবে। এনআরসি ইস্যুতে তিনি বলেন, ২০২৪ সালের লোকসভা ভোটের আগেই সারা দেশে এনআরসি কার্যকর করা হবে। পশ্চিমবঙ্গে এনআরসি তাঁদের ইস্যু ছিল এবং আগামী নির্বাচনেও এনআরসিকে ইস্যু করা হবে।