Wednesday, May 8, 2024
Latestদেশ

২০২০ সালের মধ্যেই ভারতে বৃদ্ধির হার ৭ শতাংশ হবে: আইএমএফ প্রধান

নয়াদিল্লি: ২০২০ অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৭ শতাংশ হবে বলে জানালো আন্তর্জাতিক আর্থিক নীতি নির্ধারণ সংস্থা (IMF)। এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমনটাই জানালেন আইএমএফ-এর মুখ্য অর্থনীতিবিদ গীতা গোপীনাথ। যদিও অথচ কয়েকদিন আগে তিনি সেটা কমিয়ে ৬.১ শতাংশ করেছিলেন।

যদিও গীতার দাবি, তাঁর এই পূর্বাভাস সামান্য ইতিবাচক। কারণ ভারতের আর্থিক অবস্থা বর্তমানে যেভাবে তলানিতে এসে ঠেকেছে তাতে এই সামান্য উর্ধ্বগতিতে খুব একটা লাভ হবে না। কারণ ভারতের এই আর্থিক অবস্থার কারণে বিভিন্ন ক্ষেত্রে যে বিপুল পরিমাণ ঘাটতি দেখা দিয়েছে সেটা পূরণ করতে এখনও বেশ কিছুটা সময় লাগবে।

তিনি বলেন, ২০১৯ সালে ভারত বিভিন্ন ক্ষেত্রে এগিয়েছে। আমরা মনে করি এই মন্দা চক্রাকারী। আমরা ২০১৯-এ গুরুত্বপূর্ণভাবে ভারতের বৃদ্ধির হার কমিয়ে ৬.১ শতাংশ করেছি। তবে, ২০২০ তে এটা ৭ শতাংশে হবে বলে আমাদের পূর্বাভাস।

গীতা গোপীনাথ বলেন, গ্রামীণ আয় বৃদ্ধিতে দুর্বলতা রয়েছে। নন-ব্যাঙ্কিং আর্থিক ক্ষেত্রগুলিকে নিয়েও সমস্যা রয়েছে। নিয়ন্ত্রক অনিশ্চয়তার কারণে অটো এবং রিয়েল এস্টেট সেক্টরে ধাক্কা লাগছে। তিনি আরও বলেন, এই কারণগুলির জন্য দেশের অর্থনীতি দুর্বল হয়েছে, ফলে বিনিয়োগ এবং খরচ দুই ক্ষেত্রই দুর্বল হয়েছে।