ফারুক আবদুল্লাকে জন্মদিনের শুভেচ্ছা, ‘কঠিন সময়ে’ পাশে দাঁড়ানোর আশ্বাস মমতার
কলকাতা: জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের প্রতিষ্ঠাতা ফারুক আবদুল্লাকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘কঠিন সময়ে’ তাঁর পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন তৃণমূল সুপ্রিমো। আবদুল্লাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁকে ইতিবাচক মনোভাব রাখার আহ্বান জানিয়েছেন মমতা। সেই সঙ্গে জম্মু ও কাশ্মীরের প্রবীণ ওই নেতার সুস্বাস্থ্যের জন্য কামনাও করেছেন তিনি।
সোমবার সকালে মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লিখেছেন, ফারুক আবদুল্লা জিকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। এটা আপনার পক্ষে কঠিন সময়। আমরা আপনার পাশে আছি। ইতিবাচক থাকুন। আমরা আপনার সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি।
Birthday wishes to Farooq Abdullah Ji. These are difficult times for you. We stand by you. Please stay positive. We pray for your good health @OmarAbdullah
— Mamata Banerjee (@MamataOfficial) October 21, 2019
প্রসঙ্গত, গত ৫ আগস্ট কাশ্মীর থেকে ৩৭ ধারা বাতিলের পর নিরাপত্তার স্বার্থে ৮২ বছর বয়সী ফারুক আবদুল্লাকে জননিরাপত্তা আইনের আওতায় গ্রেফতার করা হয় সরকারের তরফে। মমতা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান কেননা বরাবরই ফারুক আবদুল্লা তৃণমূল নেত্রীর সঙ্গে একটি সুসম্পর্ক রয়েছে। চলতি বছরের ১৯ জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত ইউনাইটেড ইন্ডিয়া র্যালিতে অংশ নেন ফারুক আবদুল্লা।