Sunday, May 19, 2024
Latestদেশ

রাজ্যসভায় পেশ নাগরিকত্ব বিল, অঙ্ক বলছে- এগিয়ে বিজেপি

নয়াদিল্লি: রাজ্যসভায় পেশ করা হল নাগরিকত্ব সংশোধনী বিল। বিলটির উপর আলোচনার জন্য বরাদ্দ ৬ ঘণ্টা সময়। লোকসভার মতো রাজ্যসভায় বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠ নয়। তবে অঙ্কের হিসাব বলছে, সংসদের উচ্চকক্ষেও এগিয়ে গেরুয়া শিবির।

লোকসভায় এই বিলের পক্ষে ৩১১ টি ভোট পড়ে এবং বিপক্ষে ৮০টি ভোট পড়ে। রাজ্যসভায় কেন্দ্রের হয়ে বিলটি পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংসদের উচ্চকক্ষের আসন সংখ্যা ২৪৫টি। ফাঁকা রয়েছে ৫টি আসন। ফলে সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১২০টি ভোট।

এই মুহূর্তে রাজ্যসভায় বিজেপির সাংসদ ৮৩। এনডিএর ভিতরের ও বাইরের বেশ কয়েকটি দল মিলিয়ে বিজেপির হাতে রয়েছে ১২৯টি ভোট। অন্যদিকে, বিরোধীদের দিকে রয়েছেন ১০৫ জন সাংসদ।

সর্বশেষ খবর অনুযায়ী, রাজ্যসভায় উপস্থিত নেই ৪ জন সাংসদ। ফলে রাজ্যসভায় ম্যাজিক ফিগার কমে দাড়ালো ১১৯। সেক্ষেত্রে ১২৫ জনের সমর্থন রয়েছে বলে দাবি বিজেপির। অপরদিকে, বিরোধীদের সঙ্গে রয়েছে ১০৯টি ভোট।