নাগরিকত্ব বিল নিয়ে কিছু দল পাকিস্তানের ভাষায় কথা বলছে: মোদী
নয়াদিল্লি: নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিরোধীদের আচরণে উষ্মা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, কিছু দল নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে পাকিস্তানের ভাষায় কথা বলছে। উল্লেখ্য, সোমবার লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করেন। ৩১১-৮০ ব্যবধানে বিলটি পাস হয়ে যায়। বুধবার রাজ্যসভায় বিলটি পেশ করবে বিজেপি।
রাজ্যসভায় বিলটি পেশ করার আগে এদিন সকালেই সংসদের গ্রন্থাগার ভবনে সংসদীয় বৈঠকে বসে বিজেপি। ওই বৈঠকের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদীয় বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, রেলমন্ত্রী পীযূষ গোয়েল, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী, তথ্যপ্রযুক্তি ও আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানী সহ প্রায় সব শীর্ষস্থানীয় বিজেপি নেতারা।
বৈঠক শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, নাগরিকত্ব বিল স্বর্ণাক্ষরে লেখা হবে, এটি ধর্মীয় নিপীড়ন থেকে পালিয়ে আসা মানুষদের স্থায়ীত্ব তথা স্বস্তি দেবে।
কংগ্রেস, মমতার তৃণমূল সহ বেশ কিছু বিরোধী দল এই বিলটির তীব্র বিরোধিতা করেছে। বিলে বলা হয়েছে, পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে অমুসলিমরা ভারতে আশ্রয় নিলে তাঁদের ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হবে।