Tuesday, May 7, 2024
Latestদেশ

নাগরিকত্ব বিল লাখ লাখ মানুষকে আশা জোগাবে: অমিত শাহ

নয়াদিল্লি: বুধবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করেন। এসময় তিনি এই বিল নিয়ে বলতে গিয়ে জানালেন, লাখ লাখ নির্যাতিত মানুষকে আশা জোগাবে এই বিল। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, সরকার একশো শতাংশ নিশ্চিত রাজ্যসভায় নাগরিকত্ব বিল পাস হয়ে যাবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উত্তরপূর্বের রাজ্যগুলিতেে এই বিল কার্যকর হবে না। তিনি বলেন, অসম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, মণিপুরের বিক্ষোভকারীদের বলতে চাই, সেখানে এই বিল কার্যকর হবে না।

পাশাপাশি, অমিত শাহ বলেন, ভারতে বসবাসকারী মুসলিমদের ভয়ের কোনও কারণ নেই। তাঁরা ভারতেই থাকবেন। স্বাধীনতার পর থেকে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিতেই এই বিল।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, প্রতিবেশী দেশগুলিতে সংখ্যালঘু হিসাবে বছরের পর বছর অত্যাচার সহ্য করে যাঁরা ভারতে এসে আশ্রয় নিয়েছেন, তাঁদের সম্মানজনক জীবনযাপন করার সুযোগ এবং স্বাধীনতা দিতেই এই বিল। ভারতে বসবাসকারী মুসলিমদের এই বিল নিয়ে ভয়ের কোনও কারণ নেই।

অমিত শাহ বলেন, কেউ কেউ বিলটি নিয়ে রাজনীতি করছেন। আমি তাঁদের এই বিল নিয়ে রাজনীতি না করার আর্জি জানাচ্ছি।  আমরা নির্বাচ‌নি ইস্তেহারে এই বিল পাশ করার কথা বলেছিলাম। সেই ইস্তেহারই আমাদের সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। এটা পরিষ্কার, দেশবাসী আমাদের এবং আমাদের ইস্তেহারকে ভোট দিয়েছে।