Tuesday, June 24, 2025
Latestদেশ

২০২৪ সালের মধ্যে সারা দেশে এনআরসি চালু করা হবে: অমিত শাহ

রাঁচি: এনআরসি কার্যকর করার সময়সীমা বেঁধে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।  ঝাড়খণ্ডের নির্বাচনী জনসভা থেকে তিনি বলেন, ২০২৪ লোকসভা নির্বাচনের আগে দেশ থেকে সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীদের বিদায় করবে সরকার।

অমিত শাহ বলেন, আমি আপনাদের আশ্বাস দিচ্ছি, ২০২৪ সালের ভোটের আগে সারা দেশে এনআরসি চালু করা হবে, এবং সমস্ত অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বহিষ্কার করা হবে।


এনআরসির বিরোধিতা করায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে কটাক্ষ করেন অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী জানতে চান, অনুপ্রবেশকারীদের মধ্যে রাহুলের আত্মীয়স্বজন রয়েছেন কিনা। তাঁর কথায়, এই যে রাহুল বাবা বলেন, এনআরসি কেন? অনুপ্রবেশকারীদের তাড়াচ্ছ কেন? যাবে কোথায়, খাবে কি? কেন মশাই, আপনার খুড়তুতো ভাই হন কেউ? ২০২৪ সালের আগে দেশ থেকে প্রত্যেক অনুপ্রবেশকারীকে বেছে বেছে তাড়াবে বিজেপি সরকার।

এর আগে সংসদে অমিত শাহ বলেছিলেন, সারা দেশেই এনআরসি লাগু করা হবে। তবে তার আগে প্রয়োগ করা হবে নাগরিকত্ব সংশোধনী বিল। অবৈধ অনুপ্রবেশকারীদের এদেশ থেকে বিতাড়িত করা হবে বলে সাফ জানান স্বরাষ্ট্রমন্ত্রী।