Wednesday, May 15, 2024
দেশ

মোদী সরকারের সেরা মন্ত্রী নির্বাচিত হলেন অমিত শাহ

নয়াদিল্লি: ৩৭০ ধারা বাতিল, জাতীয় নাগরিকত্ব আইন (CAA), তিন তালাক বাতিল, পাকিস্তানে এয়ার স্ট্রাইট-সহ একাধিক ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মোদী সরকারের সেরা মন্ত্রী নির্বাচিত হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এমনটাই বলছে ইন্ডিয়া টুডে এবং কার্ভি ইনসাইটস দ্বারা পরিচালিত মুড অফ দ্য নেশন (এমওটিএন) সমীক্ষা। সমীক্ষায় (Mood of the Nation poll) দেখা গিয়েছে, মোদী সরকারের দ্বিতীয় পর্যায়েও জনপ্রিয়তা কমেনি অমিত শাহের।

সমীক্ষায় মানুষের কাছে কেন্দ্রীয় মন্ত্রীদের (Modi Cabinet) পছন্দ নিয়ে প্রশ্ন করা হয়। সমীক্ষায় দেখা যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীই মানুষের প্রথম পছন্দ। জনপ্রিয়তায় মোদী মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর ধারে-কাছে কেউ নেই। প্রায় ৩৯ শতাংশ মানুষ বলেছেন, মোদী সরকারের সেরা মন্ত্রী (Best-performing Minister) হলেন অমিত শাহ।

যদিও ২০২০ সালের থেকে অমিত শাহের জনপ্রিয়তা এবার চার শতাংশ কমেছে। তবে মোদী মন্ত্রিসভায় অমিত শাহ এখনও বাকিদের থেকে অনেক এগিয়ে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি ভোট দিয়েছেন ১৪ শতাংশ। তৃতীয় স্থানে থাকা নীতিন গড়করি পেয়েছেন ১০ শতাংশ ভোট।

দিল্লিতে করোনা মোকাবিলায় অমিত শাহের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন খোদ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। করোনা যুদ্ধে দিল্লিকে জেতাতে অমিত শাহের নেওয়া স্ট্র্যাটেজি দারুণ কাজে এসেছিল। তবে জনপ্রিয়তায় সবার থেকে ঢের এগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের ৫৯.২২ শতাংশ মানুষই মনে করেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মোদীই সবচেয়ে যোগ্য ব্যক্তি।

সমীক্ষা বলছে, দেশের ৭৪ শতাংশ মানুষই মনে করছেন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর পারফরম্যান্স অসাধারণ। এখনই লোকসভা নির্বাচন হলে এনডিএ জোট পেতে পারে ৩২১টি আসন। অন্যদিকে, কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোট পেতে পারে মাত্র ৯৩টি আসন।