এখনই ভোট হলে ৩২১টি আসন পাবে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ, বলছে সমীক্ষা
নয়াদিল্লি: করোনা সংকট কাটিয়ে বর্তমানে দেশে টিকাকরণ কর্মসূচি চলছে। ২০২১ সালেই পশ্চিমবঙ্গ, অসম সহ বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে সামনে এল ইন্ডিয়া টুডে এবং কার্ভি ইনসাইটস দ্বারা পরিচালিত মুড অফ দ্য নেশন (Mood of The Nation সংক্ষেপে MOTN) সমীক্ষা।
সমীক্ষা বলছে, দেশবাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সাথেই আছে। আজই যদি দেশে নির্বাচন হয়, তাহলে বিজেপিই ফের সরকার গঠন করবে। নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ (National Democratic Alliance সংক্ষেপে NDA) জোট পেতে পারে ৩২১টি আসন। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ পেতে পারে ৯৩টি আসন। অন্যরা পেতে পারে ১২৯ টি আসন।
শতাংশের হিসেবে এনডিএ পেতে পারে ৪৩ শতাংশ, ইউপিএ ২৭ শতাংশ এবং অন্যরা ৩০ শতাংশ ভোট। বিজেপি এককভাবে পেতে পারে ২৯১টি আসন। কংগ্রেস ৫১ টি আসন পেতে পারে। ভোটের শতাংশের হিসেবে বিজেপি ৩৭ শতাংশ, কংগ্রেস ১৯ শতাংশ এবং অন্যরা ৪৪ শতাংশ ভোট পেতে পারে।
মুড অফ দ্য নেশনের সমীক্ষায় অংশ নেওয়া ৮৫ শতাংশ মানুষ বলেছেন, করোনার জেরে তাদের অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটেছে। ৬৬ শতাংশ বলেছেন, তাদের আয় কমে গিয়েছে। ১৯ শতাংশ মানুষ চাকরি হারিয়েছেন। ১২ শতাংশ বলেছেন, তাদের অর্থনৈতিক অবস্থার কোন পরিবর্তন হয়নি। ৩ শতাংশ বলেছেন, তাদের আয় বৃদ্ধি পেয়েছে।
২০ শতাংশ মানুষ বলেছেন, করোনাকালে কাজ করেনি কেন্দ্রীয় সরকার। ৫০ শতাংশ মানুষ ভালো বলেছেন। ২১.৫ শতাংশ মানুষ বলেছেন মোটামুটি, ২ শতাংশ বলেছেন খুব খারাপ এবং এক শতাংশ মানুষ কিছু বলেননি।


