Friday, May 17, 2024
রাজ্য​

টার্গেট বাংলা, আজ ফের রাজ্য সফরে অমিত শাহ

কলকাতা: বিজেপির পাখির চোখ বাংলা বিজয়। একুশের বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে জয়লাভ করতেই হবে বলে লক্ষ্য স্থির করে ফেলেছে গেরুয়া শিবির। একের পর এক কেন্দ্রীয় নেতৃত্ব সেই লক্ষ্য রাজ্যে আসছেন। একাধিক সভা ও কর্মসূচি করছেন। এই প্রেক্ষিতে ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সূত্রের খবর, আগামী ১৫ ও ১৯ মার্চ রাজ্যে আসবেন তিনি।

বঙ্গ বিজেপি সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকালে পশ্চিম মেদিনীপুরে খড়গপুরে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সমর্থনে রোড শো করবেন অমিত শাহ। সোমবার সকালে ঝাড়গ্রামে জনসভা করবেন। দুপুরে বাঁকুড়ার রানিবাঁধ বিধানসভার খাতড়ায় জনসভা করবেন।

রাজ্যের সন্ত্রাস ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারকে নিশানা করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি বরাবরই অভিযোগ করে আসছে, ২০১৮ সালের পর থেকে বাংলায় রাজনৈতিক হিংসার বলি হয়েছেন তাঁদের একশোর বেশি কর্মী-সমর্থক। এইসব খুনের পিছনে রাজ্যের শাসক দলের হাত রয়েছে বলে অভিযোগ তাঁদের। বিজেপি সূত্রে খবর, এবারের সফরে মৃত কর্মী-সমর্থকদের পরিবারের সঙ্গে দেখা করতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, ২০১৬ সালে কংগ্রেসের জ্ঞানসিংহ সোহনপালকে হারিয়ে বিধানসভায় যান রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। ২০১৯ সালের উপনির্বাচনে তৃণমূলের কাছে খড়গপুর সদর আসনটি হেরে যায় বিজেপি।